হাওয়াকলের বিপদ

হাওয়াকলের বিপদ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ মে, ২০২৩

অপ্রচলিত শক্তির উৎপাদনে বিশ্বের প্রথমসারির দেশগুলো অনেক বছর আগে থেকেই আগুয়ান। মার্কিন মুলুকেই নির্বাচিত কয়েকটা অঞ্চলে সারি দিয়ে টারবাইন আর বায়ুশক্তির ফার্ম। কিন্তু তাতে দূষণের জ্বালা থেকে নিস্তার পাওয়ার সম্ভব থাকলেও অন্য সমস্যা আছে। সমস্যাটা অবশ্যই মানুষের জন্য নয়। বাদুড় আর পাখিদের ক্ষেত্রে উইন্ড টারবাইন অভিশাপের মতো।
মার্কিন বিজ্ঞানীদের নতুন এক গবেষণায় উঠে এসেছে, বায়ুকলের আঘাতে বাদুড়ের প্রাণহানির ঘটনা হয়তো বিশেষ কিছু মরশুমে হয়। সেই সব নির্দিষ্ট ঋতুতে টারবাইনের গতিবিধি নিয়ন্ত্রন করলে এই সমস্যা হয়তো কাটানো যাবে। জুলাই মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের শুরুর দিক পর্যন্ত সময়টাতে পাখি আর বাদুড়ের মৃত্যুর হার বেড়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের এক তৃতীয়াংশ বায়ুকলের তথ্য থেকে এই সিদ্ধান্তে এসেছেন বিজ্ঞানীরা। প্লস ওয়ান পত্রিকায় প্রকাশিত হল এই গবেষণার খবর।
রিনিউয়েবেল এনার্জি ওয়াইল্ডলাইফ ইন্সটিটিউটের তরফ থেকে রায়ান বাটরিন এই গবেষণায় যুক্ত ছিলেন। তাঁর মতে, আঞ্চলিক বা জাতীয় স্তরের নিরিখে সমস্যাটাকে না দেখে এটাকে মরশুমি বিঘ্ন হিসেবেই দেখলেই ভালো হয়। বৈজ্ঞানিক বিশ্লেষণের পর যে যে সময়ে বাদুড় আর পাখিদের যাতায়াত সবচেয়ে বেশি, সেই সময়ে টারবাইন বন্ধ রাখলেই সমস্যার সুরাহা হবে। এই উপায় গ্রহণ করে ইউরোপ আর অস্ট্রেলিয়াতেও সুফল মিলেছে।