নয়াগ্রামের অম্বিশোলে ঘটল এক মর্মান্তিক ঘটনা। হাতি মারার পরিকল্পনা করে মারা গেল মানুষ! মানুষই মারল মানুষকে! হাতির দলের নিয়মিত হানায় নষ্ট হয়ে যাচ্ছিল ফসল। সেটা আটকাতে চাষের জমি খোলা বিদ্যুতের তার দিয়ে ঘিরে রাখা হয়েছিল। সেই তারে পা জড়িয়ে মারা গেলেন শবর সম্প্রদায়ের এল যুবক সন্তোষ ভক্তা। তার বয়স ৫২ বছর। তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে এই দুর্ভাগ্যজনক ঘটনায়। যে দোকান থেকে বিদ্যুতের তার নেওয়া হয়েছিল সেই দোকানের মালিক যদুনাথ মুর্মুকে গ্রেফতার করেছে পুলিশ। ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেছেন, “বন্য প্রাণীকে আটকাতে জমিতে বিদ্যুতের তার রাখা বেআইনি এবং অনৈতিকও। ওই জমিটা খোলা বিদ্যুতের তার দিয়ে ঘিরে রাখা হয়েছিল। হাতির দলকে আটকাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। সেই তারেই মারা গিয়েছেন ওই ব্যক্তি। স্থানীয় একটি দোকান থেকে বিদ্যুতের তার নেওয়া হয়েছিল। সেই কারণে দোকানের মালিককে গ্রেফতার করা হয়েছে।”
মৃত ব্যক্তি সোমবার পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলে এসেছিলেন। মঙ্গলবার ভোরে পুকুর থেকে জাল তুলে আনতে তিনি জমির ওপর দিয়ে যান। খোলা বিদ্যুতের তারে পা পড়তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। নিহত সন্তোষ ভক্তার পুত্রবধু প্রতিমা ভক্তার কথায়, “সোমবার সন্ধ্যায় পুকুরে যাওয়ার সময় জমিতে তার দেওয়া ছিল না। দেওয়া হয়েছিল রাতে। তাই তিনি জানতেন না ওখানে তার তার রাখা আছে।”