হাবল আবিষ্কৃত নতুন নক্ষত্র

হাবল আবিষ্কৃত নতুন নক্ষত্র

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৫ মে, ২০২২

এবার সূর্যের চেয়ে ৩২ গুন বড় ও উজ্জ্বল নক্ষত্র আবিষ্কার করলো হাবল স্পেস টেলিস্কোপ। লেগুন নিহারিকা বা নেবুলার কেন্দ্রে এই নক্ষত্রকে খুঁজে পেয়েছে হাবল। নক্ষত্রটির উজ্জ্বলতা সূর্যের প্রায় ২ লক্ষ গুন। ধুলো ও গ্যাসের জটিল আবরনের মধ্যে আবিষ্কৃত হয়েছে নক্ষত্রটি। নক্ষত্রটির নাম দেওয়া হয়েছে ‘হার্শল ৩৬’। পৃথিবী থেকে এই নক্ষত্রের অবস্থান গত দূরত্ব চার হাজার আলোকবর্ষ। নাসা জানাচ্ছে, নক্ষত্রটির বয়স ১০লক্ষ বছরের কাছাকাছি হতে পারে। আর আমাদের পৃথিবীর বয়স প্রায় ৪৫০ কোটি বছর। সুতারাং বলা যেতে পারে নক্ষত্রটি নবীন। আরো অন্তত ৫০০ কোটি বছর আয়ু রয়েছে নক্ষত্রটির।
নাসা যে ছবিটি প্রকাশ করেছে সেটি বেশ রঙিন। নানা রঙের শেড দেখা যাচ্ছে। ঐগুলি আসলে গ্যাসের চিহ্ন। নক্ষত্রটি বিভিন্ন আয়নযুক্ত গ্যাস যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন ইত্যাদি নিষ্কাষণ করছে। লাল রঙ হাইড্রোজেন ও সবুজ রঙ নাইট্রোজেন কে বোঝাচ্ছে।