হার্ট অ্যাটাক ও জেব্রা ফিশ

হার্ট অ্যাটাক ও জেব্রা ফিশ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ সেপ্টেম্বর, ২০২১

হাতের আঙুলের সাইজের ডোরাকাটা এক ধরনের মাছ। যার নাম- জেব্রা ফিশ। গ্রামবাংলা সহ উত্তর পূর্ব ভারতের পুকুর, নদীনালা, খালবিল, জমির আলে পাওয়া যায় এই মাছটি। আর এই মাছই আক্রান্ত হৃৎপিণ্ড (মায়োকার্ডিয়াল ইঞ্জুরি) পুনরুজ্জীবিত করে তোলে ‘কানেক্টিভ টিস্যু গ্রোথ ফ্যাক্টর’ (সিটিজিএফ) নামের জিনের সাহায্যে। পুনের ‘আগরকর রিসার্চ ইন্সটিটিউট’এর ডেভলপমেন্টাল বায়োলজি বিভাগের বিজ্ঞানী চিন্ময় পাত্রের তত্ত্বাবধানে দেবাঞ্জন মুখোপাধ্যায় ও তাঁর সহযোগী গবেষকেরা আক্রান্ত হৃৎযন্ত্রকে পুনরুজ্জীবিত করা ঐ বিশেষ জিনের সন্ধান পেয়েছেন। কেবল হৃদযন্ত্র নয়, মাছটি বিভিন্ন জিনের সাহায্যে জেব্রা ফিশ আক্রান্ত মস্তিষ্ক, যকৃৎ বা অগ্ন্যাশয়কেও পুনরুজ্জীবিত করতে পারে। ব্রিটেন থেকে প্রকাশিত আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল ‘ডেভেলপমেন্ট’ থেকে জানা যাচ্ছে ৬ মাস বয়সী(প্রাপ্তাবস্থা) প্রায় ১০০০টি জেব্রা ফিশ নিয়ে পরীক্ষা করে দেবাঞ্জন ও তাঁর সহযোগী ১০জন গবেষক দেখেছেন যে জেব্রা ফিশের বেশিরভাগ কার্যকরী জিনের সঙ্গে সাদৃশ্য রয়েছে মানুষের জিনের।
তৃতীয়বার হার্ট অ্যাটাক হলে মানুষের মৃত্যু প্রায় অনিবার্য হয়ে দেখা দেয়। তাই এই আবিষ্কার হৃদযন্ত্র আক্রান্ত মানুষের রক্ষাকবচ হয়ে উঠবে, আশাবাদী গবেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 9 =