পুজোর পরে কলকাতা ও আশপাশের পুর এলাকায় করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে। সারা দেশে করোনা সংক্রমণে ভোটের উপরে লাগাম দেওয়া গেলেও, ভাবাচ্ছে পশ্চিমবঙ্গ। এমতাবস্থায় করোনা টিকা দেওয়ার ক্ষেত্রে ১০০ কোটির লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলল ভারত। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৪৫৪। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৪১ লক্ষ ২৭ হাজার ৪৫০। সুস্থতার হার ৯৮.১৫ শতাংশ, যা গত বছরের মার্চ থেকে এ যাবৎ সর্বোচ্চ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬০ জনের। যা আগের দিনের চেয়ে কম। এর ফলে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা হল ৪ লক্ষ ৫২ হাজার ৮১১ জন। দেশে করোনা রোগীর সংখ্যা বাড়ার দায় কিছুটা কিন্তু এ রাজ্যের উপরেও পড়ছে। চার মাসের মধ্যে কলকাতায় কোভি়ডে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বেড়ে আড়াইশোর কাছে পৌঁছেছে। দুই ২৪ পরগনা, হাওড়া বা হুগলির মতো কলকাতা লাগোয়া জেলার পরিসংখ্যানও উদ্বেগজনক। কলকাতার মতোই রাজ্য জুড়ে নতুন সংক্রমণ বেড়েছে। এক দিনেই তা সাড়ে ৮০০-রগন্ডি ছাড়ি বেহয়েছে।
বুধবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৬৭ জন। প্রসঙ্গত, ২১ জুলাইয়ের পর এই প্রথম নতুন সংক্রমণ এত বেশি হয়েছে। ওই দিনের বুলেটিনে তা ছিল ৮৬৯।