১০ বছর অন্তর কোভিড বুস্টার!

১০ বছর অন্তর কোভিড বুস্টার!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ আগষ্ট, ২০২১

মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রকের পরিকল্পনা, টীকার দু’টি ডোজ নেওয়া সমস্ত ব্যক্তিকে এবার কোভিড-১৯ এর বুস্টার ডোজ দেওয়ার। এখনও পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রকের পরিকল্পনা, এই বুস্টার ডোজটি প্রত্যেক ১০ বছর অন্তর দেওয়ার। গবেষকরা, একইসঙ্গে স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকরাও পর্যবেক্ষণে রয়েছেন, যে সম্পূর্ণ (মানে দু’টো ডোজ) টীকা নেওয়া ব্যক্তিরা নতুনভাবে কোভিডে আক্রান্ত হচ্ছেন কি না। একইসঙ্গে তাদের উপলব্ধি, টীকা নেওয়ার কয়েকমাস পর কিন্তু শরীরের প্রতিরোধ করার সিস্টেম দুর্বল হয়ে পড়ছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, প্রতিরোধ ক্ষমতা একদম চলে যাচ্ছে না টীকার গুণে। কিন্তু দুর্বল হয়ে পড়ছে শরীর এবং তাতেই আবার নতুনভাবে ভাইরাস আক্রমণের সম্ভাবনা তৈরি হচ্ছে।
এই আলোচনা অবশ্য কিছুটা অপ্রাসঙ্গিক হয়ে পড়তে পারে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রেরই স্বাস্থ্যমন্ত্রকের একটি অংশ কোভিডের নতুন চেহারায় আতঙ্কিত! ‘ডেল্টা ভ্যারিয়ান্ট’ অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে বলে সেই গবেষকদের আতঙ্ক। গবেষকদের একটি অংশ মনে করছে, যে তীব্রতায় ডেল্টা ভ্যারিয়ান্ট মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে ঢুকে পড়েছে এবং আগামীদিনে বিশ্বেও তার দাপট যেভাবে বাড়বে তাতে আর হয়ত কোনওদিন মানুষের শরীরে করোনা ভাইরাসকে আটকানোর মত প্রতিরোধ গড়ে উঠবে না!