১৪ বছরে সর্বাধিক অরণ্য ধ্বংস জানুয়ারিতে

১৪ বছরে সর্বাধিক অরণ্য ধ্বংস জানুয়ারিতে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৫ ফেব্রুয়ারী, ২০২২

চলতি বছরের শুরুতে আমাজন নিয়ে প্রবল উদ্বেগের তথ্য জানিয়েছে ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা আইএনপিই। তাদের দেওয়া তথ্য বলছে, এবছরের জানুয়ারিতে আমাজনের জঙ্গল যেভাবে ধ্বংস হয়েছে সেটা গত ১৪ বছরে সর্বাধিক! আইএনপিই-র দেওয়া পরিসংখ্যান অনুযায়ী শুধু জানুয়ারিতে আমাজনের অরণ্য ধ্বংস হয়েছে ৪৩০ বর্গ কিলোমিটার! গতবছর জানুয়ারিতে পরিমাণটা ছিল ৮৩ বর্গকিলোমিটার। মানে এক বছরে আমাজনের অরণ্য ধ্বংসের পরিমাণ ৪০০ কিলোমিটার বেড়েছে। ঘোর সংকটে বিশ্বের অন্যতম বৃহৎ অরণ্য। জানুয়ারিতে নেওয়া পরিসংখ্যানের ওপর বাড়তি গুরুত্ব দেওয়া হয়। কারণ আকাশ পরিষ্কার থাকে এবং বনভূমি জরিপ করার কাজ সহজে করা যায়। আর সংস্থার বিচারে বর্ষার পর অবৈধভাবে গাছ কাটার পরিমাণও বাড়তে থাকে। আমাজন নিয়ে আশঙ্কার কথা দীর্ঘদিন ধরে বলছেন পরিবেশবিদরা। আইএনপিই-এর তথ্যে সেই আশঙ্কা আরও বেড়ে গেল। আইএনপিই আরও গুরুত্বপূর্ণ একটি খবর দিয়েছে। তারা বলেছে, এই পরিসংখ্যানও চূড়ান্ত নয়! কারণ আমাজনে কাঠ পাচারকারীদের এমন কিছু পদ্ধতির সন্ধান পরিবেশকর্মীরা পেয়েছেন যা স্যাটেলাইটের ছবিতে ধরা পড়ে না। এই দূরবস্থার ছবি বদলাতে পারে একমাত্র দেশের সরকার।