১৮৩ দিন পর মহকাশ থেকে ফিরলেন চীনা নভোশ্চররা

১৮৩ দিন পর মহকাশ থেকে ফিরলেন চীনা নভোশ্চররা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ এপ্রিল, ২০২২

মহাকাশে ১৮৩ দিন থাকার পর শনিবার পৃথিবীতে ফিরে এলেন তিন চীনা নভোশ্চর। স্টেট টিভি-র রিপোর্টে জানানো হয়েছে এটি এখনও পর্যন্ত চিনের দীর্ঘতম ক্রুড স্পেস মিশন। চীনের প্রথম স্পেস স্টেশনে একটি কী-মডিউল রেখে আসার প্রায় ৯ ঘন্টা পর পৃথিবীতে অবতরণ করেন চীনা মহাকাশচারীরা। গত অক্টোবরে এই তিন নভোশ্চর মহাকাশে গিয়েছিলেন। চিনের পরবর্তী মিশনের একটি হল তিয়ানুজ-৪, যা আসলে একটি কার্গো স্পেস ক্রাফট। আর একটি মিশনের নাম শেনঝউ-১৪। সেই মিশনেও থাকবেন তিন নভোশ্চর। সৌরজগতের কক্ষপথে নিজস্ব আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তৈরি করার জন্য গত একবছর ধরে চলছে চিনের নানারকমের গবেষণা ও মহাকাশে নভোশ্চরদের পাঠানো।