২০২১ ছিল গত দেড়শো বছরে বিশ্বের ষষ্ঠ উষ্ণতম

২০২১ ছিল গত দেড়শো বছরে বিশ্বের ষষ্ঠ উষ্ণতম

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ জানুয়ারী, ২০২২

২০২১ ছিল বিশ্বের ষষ্ঠ উষ্ণতম বছর। গত ১৪১ বছরের ইতিহাসে। জানিয়েছে নাসা ও আমেরিকার ন্যাশনাল ওশিয়ানিক ও অ্যাটমোস্ফেয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া)। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে শুধু আমেরিকাতেই প্রাণ হারিয়েছে ৬০০-র বেশি মানুষ। একইসঙ্গে মৌসম ভবনও জানাল গত ১২০ বছরের ইতিহাসে ২০২১ সালটি ছিল ভারতে পঞ্চম উষ্ণতম বছর। বন্যা, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, ভূমিধ্বস, বজ্রপাত, শৈত্য ও তাপপ্রবাহের কারণে ভারতে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৫০ জনের। নোয়ার পরিসংখ্যান জানিয়েছে বিশ্বের গড় তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। উষ্ণায়নের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ইউরোপ-সহ বিশ্বের প্রতিটি দেশে প্রত্যেক বছরের উষ্ণতাও বেড়েছে। শুধু ভূপৃষ্ঠের স্তর নয়, সমুদ্রের জলস্তরের তাপমাত্রাও আশঙ্কাজনকভাবে বাড়ছে। সবকিছুর প্রতিফলনে বিশ্বের গড় তাপমাত্রার সামগ্রিক বৃদ্ধি। প্রশান্ত মহাসাগরে নির্দিষ্ট সময়ের ব্যবধানে এক ধরণের প্রক্রিয়া চলে যাতে উষ্ণ জল ঠাণ্ডা হয়। প্রক্রিয়ার নাম লা নিনা। নাসা ও নোয়া, দু’টি সংস্থাই জানিয়েছে গত দেড়শো বছরে ২০২১-ই প্রথম বছর যখন দেখা গিয়েছে লা নিনা প্রক্রিয়াও প্রশান্ত মহাসাগরের ওপরের জলকে ঠাণ্ডা করতে ব্যর্থ। বরং ওপরের জলের তাপমাত্রা বেড়েছে! নাসার জলবায়ু বিশেষজ্ঞ গ্যাভিন স্মিড বলেছেন, “এই উষ্ণতা বৃদ্ধি এক বা দু’বছরের ব্যাপার নয়। এটা এক-দু’দশক ধরে চলছে। আরও বাড়বে আগামী দিনগুলোতে।”