৩২ পেরিয়ে ৩৩ এ পা হাবল স্পেস টেলিস্কোপের

৩২ পেরিয়ে ৩৩ এ পা হাবল স্পেস টেলিস্কোপের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৬ এপ্রিল, ২০২২

গত ২৪ শে এপ্রিল ৩২ বছরের জন্মদিন পেরিয়ে এলো হাবল স্পেস টেলিস্কোপ। ১৯৯০ সালের ২৪ শে এপ্রিলে যাত্রা করেছিল হাবল স্পেস টেলিস্কোপ। স্পেস শাটল এস টি এস ৩১ নামে পরিচিত রকেটে করে হাবল যাত্রা করেছিল মহাকাশে। নাসা এই সপ্তাহকে তাই ঘোষণা করেছে হাবল স্পেস উইক নামে। এবং হাবলের তোলা বেশ কিছু অপ্রকাশিত ছবি প্রকাশ করেছে। জেমস ওয়েবের আগে পৃথিবীর সবচাইতে শক্তিশালী টেলিস্কোপ হলো হাবল স্পেস টেলিস্কোপ। সকলেই জানেন অভিযানের শুরুতে হাবলের লেন্স বদলাতে মহাকাশে মহাকাশচারী পাঠাতে হয়েছিল। তারপর থেকে ৩২ বছর বহাল তবিয়তে কাজ করছে হাবল। কিছুদিন আগেই দূরবর্তী এক গ্যালাক্সি আবিষ্কার করেছে হাবল। ৩২ বছর ধরে নিরন্তর নতুন নতুন গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, ব্ল্যাকহোল আবিস্কারের জন্যে ইতিহাসের পাতায় থেকে যাবে হাবল স্পেস টেলিস্কোপের নাম।