৪৩ টি এলাকা ডেঙ্গিপ্রবণ

৪৩ টি এলাকা ডেঙ্গিপ্রবণ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ মার্চ, ২০২২

রাজ্যের ৪৩টি শহরাঞ্চলকে ডেঙ্গির আঁতুড়ঘর বলে চিহ্নিত করল রাজ্য। এই ৪৩টি এলাকায় ডেঙ্গি নিয়ন্ত্রণে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ডেঙ্গি মোকাবিলায় মোতায়েন করা হবে বিশেষ ‘অ্যাকশন প্ল্যান’ও। শীতের শেষে ডেঙ্গি-সহ বিভিন্ন মশাবাহিত রোগের প্রকোপ শুরু হয় রাজ্যে। অতিমারি পরিস্থিতির মধ্যে যাতে ডেঙ্গি বাড়তি বিপদ তৈরি না করে, সে জন্য এখন থেকেই কী করণীয় আর কী করা উচিত নয়, তার একটি আগাম পরিকল্পনার কথা জানিয়েছে রাজ্যের নগর উন্নয়ন সংস্থা বা সুডা। যে ৪৩টি এলাকাকে অতি স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে অশোকনগর, বরাহনগর, বাদুরিয়া, বাঁকুড়া, ব্যারাকপুর, বিধাননগর, গোবরডাঙা, হালিশহর, হাবড়া, হুগলি-চুঁচুড়া, হাওড়া, খড়দহ, দমদম, মহেশতলা, পানিহাটি, কামারহাটি, রিষড়া, শ্রীরামপুর, টাকি, টিটাগড়, উত্তরপাড়া-কোতরঙের নামও।