৫ থেকে ১২ বছর বয়সীদের জন্যে দেশীয় প্রযুক্তির করোনা টীকা

৫ থেকে ১২ বছর বয়সীদের জন্যে দেশীয় প্রযুক্তির করোনা টীকা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৬ এপ্রিল, ২০২২

পাঁচ থেকে বারো বছরের শিশুদের জরুরি প্রয়োজনে করোনার প্রতিষেধক দেওয়ার ছাড়পত্র মিলেছে। ভারতের ওষুধ নিয়ামক সংস্থা ‘ডিসিজিআই’ এর বিশেষজ্ঞদের প্যানেল ‘বায়োলজিকাল ই’ সংস্থার তৈরি কোরবেভ্যাক্স প্রতিষেধকটির ব্যবহারের অনুমতি দিয়েছে। হায়দ্রাবাদের সংস্থা ‘বায়োলজিকাল ই’ এর তৈরি কোরবেভ্যাক্স দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম আরবিডি প্রোটিন সাবইউনিট প্রতিষেধক। উল্লেখ্য এবছর ১৬ ই মার্চ থেকে ১২ বছর থেকে ১৪ বছর বয়সী ছেলেমেয়েদের এই টিকা দেওয়া শুরু হয়। এবার কোরবেভ্যাক্স ৫ থেকে ১২ বছর বয়সীদের জন্যে ছাড়পত্র পেল। এছাড়াও একই বয়সের ছেলেমেয়েদের জন্যে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন টিকা ছাড়পত্রের জন্যে সরকার আরো কিছু তথ্য চেয়ে পাঠিয়েছে।