৭০ একর জমিতে একাই গাছ পুঁতে সৃষ্টি অরণ্যের

৭০ একর জমিতে একাই গাছ পুঁতে সৃষ্টি অরণ্যের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ মে, ২০২২

তেলেঙ্গানার রাঘবপুর গ্রামের এক ঘন অরণ্য। অরণ্যের চারদিকে নেই কোনও কাঁটাতারের বেড়া। সুরক্ষার জন্য নেই কোনও কর্মচারীও। এমনকী, সরকারি নির্দেশের ফলকও দেখা যাবে না। আসলে ৭০ একর আয়তনের এই অরণ্য সুরক্ষার দায়িত্ব এককভাবে কাঁধে তুলে নিয়েছেন দুশরলা সত্যনারায়ণ নামের এক ব্যক্তি। পারিবারিক সূত্রেই এই জমির মালিকানা পেয়েছিলেন তিনি। বছর চারেক বয়স থেকে গাছ লাগানো শুরু করেন সত্যনারায়ণ। একদিন এলাকাটি পূর্ণাঙ্গ অরণ্যের রূপ পায়। এখন সত্যনারায়ণের বয়স ৬৮ বছর। এতদিন ধরে তিনিই সমস্ত রক্ষণাবেক্ষণের কাজ করে চলেছেন। কাউকে কখনও জঙ্গলের কোনো ক্ষতি করতে দেননি।
৫ দশক আগেও সবুজের এত আকাল ছিল না তাঁর গ্রামে। সবুজ গাছ আর বন্য পাখি ও অন্যান্য প্রাণীদের মাঝেই বেড়ে উঠেছেন সত্যনারায়ণ। প্রকৃতির মধ্যেই শান্তি খুঁজে পেতেন তিনি। তাই একসময় ঠিক করলেন, হারিয়ে যেতে বসা বন্য বাস্তুতন্ত্রকে তিনি নিজের চেষ্টাতেই রক্ষা করবেন। পরিবারের থেকেও সহযোগিতা পেয়েছেন তিনি। গাছেদের পরিচর্যার বিষয়ে খুঁটিনাটি জানার জন্যই কৃষিবিদ্যা নিয়ে পড়াশোনা করেন তিনি। অবশ্য স্নাতক স্তরের পর পেশা হিসাবে বেছে নেন স্থানীয় ব্যাঙ্কের কাজ। আর তার সঙ্গে চলে অরণ্য সংরক্ষণ। তাঁর ৭০ একর জমিতে এখন ৫০০ প্রজাতির অন্তত ৫ কোটি গাছ রয়েছে। আর তাদের সঙ্গে রয়েছে নানা পশুপাখি, পতঙ্গও।