অক্টোপাস কি গ্রহান্তরের প্রাণী!

অক্টোপাস কি গ্রহান্তরের প্রাণী!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৪ ফেব্রুয়ারী, ২০২২

অক্টোপাস (Octopus) দেখতে যে একটু উদ্ভট, সে বিষয়ে কোনও সন্দেহ নেই! জেলির মতো একটা সামুদ্রিক প্রাণী, যার চোখ রয়েছে, শুঁড় রয়েছে, রয়েছে হৃদয়ও। আপনার সামনে থেকেও আপনার চোখের পলক পড়তে না পড়তেই সে গায়েব হয়ে যেতে পারে। শরীরকে আশ্চর্যজনক ভাবে সংকুচিতও করতে পারে অক্টোপাস। কিন্তু তার সেই রূপ দেখে যদি কেউ তাকে এলিয়নের সঙ্গে তুলনা করে, বা এলিয়ন (Aliens) বলেই দাবি করে, তাহলে তো একটু ভ্রুকুঞ্চিত হয় বৈকি! ক্রিস্টোফার নোলানের সায়েন্স ফিকশনেও ফিরে যেতে হয় আমাদের। কয়েক বছর আগে একটি রিসার্চ থেকে এমনই তথ্য জানা গিয়েছিল, যে অক্টোপাসরা আসলে এলিয়ন। এবার একটি নতুন গবেষণার পরও এই একই দাবি করা হয়েছে এবং তার স্বপক্ষে যুক্তি দিয়ে বলা হয়েছে, অক্টোপাসদের আগমন মহাকাশ (Space) থেকেই। সেই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে প্রোগ্রেস ইন বায়োফিজ়িক্স অ্যান্ড মলিকিউলার বায়োলজি নামক একটি জার্নালে। রিপোর্টের শিরোনাম, ক্যামব্রিয়ান বিস্ফোরণের কারণ – স্থলজ বা মহাজাগতিক, যেখানে পৃথিবীতে জীবনের উৎস নিয়ে অনেকটাই গভীরে গিয়ে আলোচনা করা হয়েছে। রিসার্চে বলা হয়েছে, পৃথিবীতে জীবনের সঞ্চার হয়েছে রেট্রোভাইরাসের বৃষ্টির জন্য, যা আক্ষরিক অর্থে মহাকাশ থেকেই পড়েছিল। সেই রেট্রোভাইরাসগুলি তখন স্থলজ জিনোমে নতুন ডিএনএ সিকোয়েন্স যোগ করে এবং তার পরে মিউটাজেনিক পরিবর্তন হতে শুরু করে। গবেষণাপত্রটি অন্য মোড় নিতে শুরু করে, যখন সেখানে সেফালোপডের আগমন নিয়ে আলোচনা শুরু হয়। রিসার্চ পেপারে বলা হচ্ছে, অক্টোপাস, স্কুইড এবং অন্যান্যদের মতো বেশ কিছু সেফালোপড মহাকাশ থেকেই পৃথিবীতে পড়েছিল। প্রাথমিক অবস্থায় এরা ছিল হিমায়িত। গবেষণায় আরও দাবি করা হয়েছে, কয়েকশো বছর আগে ক্রিওপ্রিজ়ার্ভড স্কুইড এবং অক্টোপাসের ডিম বরফের বোলিড হিসেবে আসার সম্ভাবনাকে কখনই উড়িয়ে দেওয়া যায় না।