অক্টোবরেই তৃতীয় ঢেউ?

অক্টোবরেই তৃতীয় ঢেউ?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৩ আগষ্ট, ২০২১

অক্টোবরেই যে ভারতে করোনারি ঝড় আছড়ে পড়তে পারে গাণিতিক মডেলের মাধ্যমে তার পূর্বাভাস দিয়েছিল আইআইটি। কয়েক মাস আগে। কেন্দ্রীয় সরকারের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তত্ত্বাবধানে গঠিত বিশেষজ্ঞদের একটি কমিটি সেই একই কথা জানিয়ে সোমবার তাদের রিপোর্টে সেই ইঙ্গিতই দিল। তারা বলল, অক্টোবরেই কোভিডের তৃতীয় ঢেউ আসতে পারে। প্রাপ্তবয়স্কদেরবার পাশাপাশি শিশুদের মধ্যে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। দ্বিতীয় ঢেউ আগাম পূর্বাভাকে আমল না দেওয়ায় বিপর্যয় নেমে এসেছিল রাজ্যে রাজ্যে। সেই কথা মনে করিয়ে দিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট দিল ওই বিশেষজ্ঞ কমিটি।
যাতে আরও সতর্ক হয়ে আসন্ন ঢেউয়ের মোকাবিলা করা হয়, তার পরামর্শ দেওয়া হয়েছে রিপোর্টে। ওই রিপোর্ট বলছে, বিপুল সংখ্যক শিশু সংক্রমিত হলে তাদের চিকিৎসার জন্য যত সংখ্যক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, চিকিৎসার সরঞ্জাম এবং পরিকাঠামো প্রয়োজন, তা নেই দেশে। এই বিষয়টির দিকে বিশেষ ভাবে নজর দেওয়া পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞদের ওই কমিটি। অক্টোবর থেকেই বাংলায় পুজোর মরশুম শুরু হচ্ছে। তাই ওই রিপোর্ট ভাবাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 12 =