অগ্নিকুন্ড বৃহস্পতি, প্রভাব বাতাসে

অগ্নিকুন্ড বৃহস্পতি, প্রভাব বাতাসে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ আগষ্ট, ২০২১

বৃহস্পতির ওপরের বায়ুমণ্ডল অগ্নিকুন্ড হয়ে আছে। বিজ্ঞানীরা খবরটা জেনেছিলেন ৪০ বছর আগে! কিন্তু বুঝতে পারছিলেন না এর কারণটা কী। সম্প্রতি এক নতুন গবেষণার পর বিজ্ঞানীদের মনে হয়েছে, কারণটা বৃহস্পতির চারপাশে জমে থাকা ঘন হয়ে থাকা মেরুপ্রভা, যাকে অরোরা বলা হয়। সুর্য থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় সাতশ আটাত্তর কোটি কিলোমিটার। এই হিসেবে বৃহস্পতির ওপরের এই বায়ুমন্ডলের তাপমাত্রা বিজ্ঞানীদের মতে হওয়া উচিত ছিল ৭৩ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু দেখা গিয়েছে বৃহস্পতির ওপরের অংশের বায়ুমন্ডলের তাপমাত্রা অনেক বেশি– ৪২৬ ডিগ্রি সেলসিয়াস! আর এই অসম্ভব তাপমাত্রার প্রতিফলন? আরিজোনা বিশ্ববিদ্যালয়ের এক গ্রহবিজ্ঞানী, টোমি কস্কিনেন জানিয়েছেন, বৃহস্পতির চারপাশের বাতাসও ক্রমশ হয়ে উঠছে উত্তপ্ত। গ্রহটি থেকে অবিরাম বেরচ্ছে গরম গ্যাসও। কস্কিনেনের মতে এভাবে গরম বাড়তে থাকলে আগামীদিনে বৃহস্পতি নিয়ে গবেষণা করাও কঠিন হয়ে পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + twenty =