অচেনা জন্তুর ডাক জলপাইগুড়ির জঙ্গলে

অচেনা জন্তুর ডাক জলপাইগুড়ির জঙ্গলে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৫ জুন, ২০২২

গত মঙ্গলবার ২১শে জুন তারিখে জলপাইগুড়ির মালবাজার সাবডিভিশনের লুকসান থেকে ক্যারন চা বাগানগামী রাস্তার পাশে বন দপ্তরের শাল সেগুনের জঙ্গল থেকে থেমে থেমে ভেসে আসছিল অজানা জন্তুর আওয়াজ। যেন হাড় হিম করা ডাক। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে ডায়না রেঞ্জের কর্মীরা ঘটনাস্থলে যান। কর্মীরাও সারাদিন শোনেন আওয়াজ। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কোনো প্রাণীর সন্ধান মেলেনি। রেঞ্জার প্রনব দাস জানিয়েছেন, নজর রেখে চলা হচ্ছে। জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারাও শুনেছেন সেই চিৎকার। কিন্তু বন দপ্তরও কিছু খুঁজে না পাওয়ায় আতঙ্ক আরো বেড়েছে।