অটিজিম আক্রান্ত শিশুদের অন্ত্রে পরির্তিত মাইক্রোবায়োম দেখা গেছে

অটিজিম আক্রান্ত শিশুদের অন্ত্রে পরির্তিত মাইক্রোবায়োম দেখা গেছে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৫ জুলাই, ২০২৪
অটিজিম

অটিস্টিক শিশুদের দুর্বল সামাজিক আচরণ, পারস্পরিক যোগাযোগ ক্ষমতা কম থাকে। তাদের কিছু মানসিক সীমাবদ্ধতা দেখা যায় ও একই কাজ বারবার করার প্রবণতা থাকে। বছর তিনেক বয়সে শিশুদের এই সমস্যা আছে কিনা তা শনাক্ত করা যায়। অটিজম শনাক্তকরণের একটা নতুন উপায় আবিষনাক্র করা গেছে। অটিজম এবং অন্ত্রের যোগসূত্র নিয়ে চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকং-এর গবেষকরা বিশদ গবেষণা করেছেন। এই বিশ্লেষণে পরিপাকতন্ত্রে অবস্থিত ব্যাকটেরিয়া, ছত্রাক, আর্কিয়া এবং ভাইরাসের অবস্থিতি অধ্যয়ন করা হয়েছে। তারা এমন একটা সর্বাঙ্গীন পরীক্ষা করেছেন যা সমগ্র অন্ত্রের মাইক্রোবায়োমের গঠনগত পরিবর্তন ও অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার নির্ণয়ের মধ্যে সম্পর্ক প্রকাশ করেছে। গবেষণায় নির্দিষ্ট জৈব রাসায়নিক পথ ও বিভিন্ন অটিস্টিক বৈশিষ্ট্যের ওপর এই পথের প্রভাব তদন্ত করার সম্ভাবনা উন্মুক্ত করেছে। মাইক্রোবিয়াল মার্কারগুলো অটিজম শনাক্ত করার জন্য জেনেটিক এবং আচরণগত পরীক্ষাগুলোকে আরও ফলপ্রসূ করে তুলতে পারে। ভবিষ্যতে জেনেটিক, মাইক্রোবিয়াল এবং সাধারণ আচরণগত মূল্যায়ন একত্রিত করে অটিজিম শনাক্তকরণের ফাঁক ভরাট করা যেতে পারে।
আমাদের অন্ত্রের মাইক্রোবায়োম বা পরিপাকতন্ত্রের মধ্যে বসবাসকারী অণুজীব সম্প্রদায়, আমাদের মেজাজ, চিন্তাভাবনা, সিদ্ধান্ত গ্রহণকে কতটা প্রভাবিত করতে পারে সে সম্পর্কে এখনও অনেক কিছু জানা নেই। মাইক্রোবায়োম এবং অটিজমের মধ্যে সংযোগের ওপর পূর্ববর্তী গবেষণায় শুধুমাত্র ব্যাকটেরিয়ার অধ্যয়ন করা হয়েছিল। অন্ত্রে বসবাসকারী অন্যান্য অণুজীব সম্প্রদায়ের সম্পর্কে বিস্তারিত জানার জন্য, হংকংয়ের চাইনিজ ইউনিভার্সিটির গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট সিউ এনজি এবং তার সহকর্মীরা পুরো অন্ত্রের মেটাজিনোমে নজর দিয়েছেন। তারা ১৬২৭ জন শিশুর মল নমুনা নিয়েছেন, যাদের মধ্যে অটিজম আক্রান্ত বা সাধারণ শিশু ছিল। এই শিশুদের অন্ত্রের সবধরনের জীবাণুর দিকেই নজর দেওয়া হয়েছিল। এই নমুনার বিশ্লেষণে অটিজমে আক্রান্ত শিশুদের মাইক্রোবায়োমে কিছু স্পষ্ট পার্থক্য দেখা গেছে। গবেষকরা ১৪টা আর্কিয়া, ৫১টা ব্যাকটেরিয়া, ৭টা ছত্রাক, ১৮টা ভাইরাস, ২৭টা মাইক্রোবিয়াল জিন এবং ১২টা বিপাকীয় পথ চিহ্নিত করেছেন যা সাধারণ নিউরোটিপ্যিকাল শিশু এবং অটিজম আক্রান্ত শিশুদের মধ্যে পার্থক্য নির্দেশ করে। মেশিন লার্নিং অ্যালগরিদমে সমস্ত ডেটা একত্রিত করে মূল্যায়নে দেখা গেছে এর সাথে ৩১টা মার্কার যুক্ত, যারা নির্ভুল ডায়াগনসিস করেছে। অটিজম নির্ণয়ে অন্ত্রের মাইক্রোবায়োমের ভূমিকার ওপর এই বিস্তৃত গবেষণা নেচার মাইক্রোবায়োলজিতে প্রকাশিত হয়েছে।