অতিমারির ধাক্কা কাটছে দূষণ বাড়িয়ে!

অতিমারির ধাক্কা কাটছে দূষণ বাড়িয়ে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৪ মার্চ, ২০২২

অতিমারির ফলে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক অন্ধকার সৃষ্টি হয়েছিল তার থেকে দেশগুলোকে ঘুরে দাঁড়াতে বিভিন্ন উন্নয়নমূলক কাণ্ডে গত এক বছরে ১৪ লক্ষ কোটি ডলার বরাদ্দ করেছে আমেরিকা-সহ জি-৭ জোটের দেশগুলি। সাম্র্ণতিক গবেষণা থেকে জানা গিয়েছে, সেই অর্থবরাদ্দের ৯৪ শতাংশ এমন খাতে করা হয়েছে যা বাতাসে বিষের পরিমাণ আরও বাড়িয়ে দেবে। আরও দ্রুত হারে বাড়িয়ে দেবে কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইডের মত গ্রিনহাউস গ্যাসের পরিমাণ। প্যারিস চুক্তির সম্পূর্ণ বিপরীত রাস্তায় হাঁটছে দেশগুলি। প্যারিস চুক্তিতে পরিষ্কার বলা হয়েছিল আগামী তিন থেকে চার বছরের মধ্যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্রা উল্লেখযোগ্য হার না কমাতে পারলে পৃথিবীর গড় তাপমাত্রা দেড় থেকে দু’ডিগ্রি সেলসিয়াস বাড়া আটকানো যাবে না। জি-৭ জোটের দেশগুলি কিন্তু জানে এই সত্য যে পৃথিবীর গড় তাপমাত্রার দেড় থেকে দু’ডিগ্রি বেড়ে যাওয়ায় মানবসভ্যতা ধ্বংসের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে। আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা নেচারে প্রকাশিত হয়েছে এই গবেষণার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − seventeen =