অননুমোদিত অ্যান্টিবায়োটিকের ব্যবহার বাড়ছে ভারতে

অননুমোদিত অ্যান্টিবায়োটিকের ব্যবহার বাড়ছে ভারতে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ সেপ্টেম্বর, ২০২২

অ্যান্টিবায়োটিক রেসিসটেন্স বা প্রতিরোধ গত কয়েক বছরে একটি পরিচিত শব্দ হয়ে উঠেছে, একইসাথে চিন্তারও। চিন্তা বাড়িয়ে দিল দ্য ল্যানসেটে প্রকাশিত একটি গবেষণাপত্র।

গবেষণায় দেখা গেছে যে ২০১৯ সালে ভারতের বেসরকারী খাতে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ফর্মুলেশনগুলির প্রায় ৫০% কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক দ্বারা অনুমোদিত হয়নি। এই গবেষণায় দেখা গেছে যে ভারতে অ্যাজিথ্রোমাইসিন (৭.৬ শতাংশ), সেফিক্সাইম (৬.৫ শতাংশ) সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যান্টিবায়োটিক।

অকারণে বা অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক সেবন একটি গুরুতর উদ্বেগ উত্থাপন করছে। গবেষণায় বলা হয়েছে, এই কারণে দেশে অ্যান্টিবায়োটিক রেসিসটেন্স বাড়ছে।

এখনই এ বিষয়টিকে গুরুত্ব না দিলে আগামীদিনে আমাদের বিপদ বাড়াবে বৈ কমাবে না।