অনাথ হাঁসের ছানাদের বড় করছে চারপেয়ে ফ্রেড!

অনাথ হাঁসের ছানাদের বড় করছে চারপেয়ে ফ্রেড!

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ২৫ জুলাই, ২০২২

জন্মের পরেই মা ছেড়ে গেছে ছানাদের। ঠিক মতো খেতেও শেখেনি তারা! সেই ছোট্ট অনাথ হাঁসের ছানাদের পালক বাবা হল ফ্রেড! একটি গোল্ডেন ল্যাব্রাডর। তার থাবার ওমে নিশ্চিন্তে গুটিশুটি মেরে বসে থাকে হাঁসের ছানারা। ফ্রেডের স্নেহচ্ছায়ায় মহানন্দে বেড়ে উঠছে তারা। ফ্রেড এখন ১৫টি হাঁসের ছানার গর্বিত পালক বাবা। দুই প্রজাতির প্রাণীর মধ্যে এমন আশ্চর্য ভালোবাসার কাহিনীর ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। আইএফএস অফিসার সুশান্ত নন্দ টুইটারে শেয়ার করেছেন সেই ভিডিও। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, ল্যাব্রাডর প্রজাতির কুকুর ফ্রেড পরম মমতায় আগলে রেখেছে মা-হারা হাঁসের ছানাগুলিকে। তারা যে পরস্পরের সান্নিধ্য খুবই উপভোগ করছে, তা স্পষ্ট। হাঁসের ছানাগুলি কখনও বা বসে রয়েছে ফ্রেডের সামনের যুই পায়ের মাঝে, কখনও বা ঘুমন্ত ফ্রেডের পিঠে চড়ে রোদ্দুরের তাপে শরীর গরম করছে। ১৫ বছর বয়সি ফ্রেড আসলে ব্রিটেনের এসেক্সের মাউন্টফিচেট ক্যাসলের বাসিন্দা। জানা গেছে, আগেও একবার হাঁসের ছানাদের প্রতিপালন করে নেটমাধ্যমে ভাইরাল হয়েছিল সে। ফ্রেডের মালিক জেরেমি গোল্ডস্মিথ জানিয়েছেন, ২০১৮-য় একবার দুর্গের আশেপাশে কয়েকটি মা-হারা হাঁসের ছানাকে খুঁজে পান তাঁরা। ছানাগুলি তখন এতই ছোট, যে, তাদের একা ছেড়ে দিতে পারেননি জেরেমি। বাড়িতে নিয়ে আসা মাত্রই ছানাগুলির দায়িত্ব নিয়ে নেয় ফ্রেড। চোখের নিমেষে হাঁসের ছানাদের ‘সিঙ্গল ড্যাড’ হয়ে ওঠে ফ্রেড।