আমেরিকার বৈজ্ঞানিক সংস্থা সিডিসি-র মনিটরিং রিসার্চ অ্যান্ড প্রিভেনশন ব্রাঞ্চের গবেষকদের কাছ থেকে একট স্বস্তিদায়ক খবর পাওয়া গেল। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে মর্বিডিটি অ্যান্ড মর্টালিটি উইকলি রিপোর্টে। জানানো হয়েছে অন্তঃসত্ত্বারা উপযুক্ত সময়ে কোভিড-১৯-এর টীকা নিলে তাদের সদ্যোজাতদের গুরুতরভাবে কোভিডে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়। সিডিসি-র গবেষকদলের অন্যতম গবেষক মিনে ডেলম্যান বলেছেন, “আমাদের গবেষণাতেই প্রথম জানা গেল, অন্তঃসত্ত্বা অবস্থায় মহিলার শরীরে যে অ্যান্টিবডিগুলো তৈরি হয় সেগুলো কোভিড সংক্রমণের ভয়াবহতা থেকে সদ্যোজাতদের পুরোপুরি রক্ষা করতে পারে। এই তথ্যটা এতদিন বিজ্ঞানীরা জানতে পারছিলেন না।” ডেলম্যান আর জানিয়েছেন, জন্মের পর থেকে অন্তত ৬ মাস অ্যান্টিবডিগুলি সদ্যোজাতদের কোভিডের সংক্রমণ থেকে রক্ষা করতে পারে। তথ্য ও পরিসংখ্যান থেকে ডেলম্যান ও তার সহযোগীরা আরও জেনেছেন, অন্তঃসত্ত্বা হওয়ার পরই বা তার আগে কোনও মহিলা কোভিডের টীকা নিলে তাদের ৬ মাস বা তার কমবয়সি শিশুদের মধ্যে ৮১ শতাংশ সংক্রামিত হলেও তাদের কাউকে হাসপাতালে ভর্তি হতে হয়নি।