পৃথিবীর উষ্ণতম দেশগুলোর মধ্যে কুয়েত। গতবছর দেশে তাপমাত্রা উঠে গিয়েছিল ৫৩ ডিগ্রি সেলসিয়াস। আকাশ থেকে মৃত পাখি মাটিতে পড়ার বিরল দৃশ্য কুয়েতের মানুষই দেখেছে। শুধু উষ্ণতম নয়, এই মুহুর্তে পৃথিবীর সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশগুলোর তালিকায়ও কুয়েত। তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদন ও গোটা বিশ্বকে বিক্রি থেকে অর্জিত অর্থ যে দেশের রোজগারের প্রধান স্তম্ভ সেখানে কার্বন নিঃসরণ চুড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়া এবং তার জন্যই দেশের উষ্ণতার অপরিসীম বৃদ্ধি স্বাভাবিক। সমীক্ষা জানিয়েছে, সাম্প্রতিককালে কুয়েতে ৬৭ শতাংশ মানুষের মৃত্যু হয়েছে উষ্ণ তাপপ্রবাহে। অথচ নিস্পৃহ দেশের সরকার। আন্তর্জাতিক চাপেও কুয়েতের সরকার জানিয়েছে, তাদের লক্ষ্য ২০৩৫-এর মধ্যে দেশে কার্বন নিঃসরণ মাত্র ৭.৪ শতাংশ কমানো! দেশের পরিবেশবিদরা ইতিমধ্যে সরব হয়েছেন। আইনজীবিরা প্রবল দাবদাহের মধ্যেও রাস্তায় হেঁটেছেন। এমনকী, সাংসদে পরিবেশ রক্ষা সম্পর্কিত কমিটির ডিরেক্টর হানাদ-আল-মাতারের দাবি, “সরকারের টাকা আছে, লোকবল আছে, প্রযুক্তির সহায়তা আছে। কিন্তু পরিবেশ রক্ষা নিয়ে সরকারের কোনও ভাবনা নেই।”