অবশেষে ফিরলেন চার নভোচর

অবশেষে ফিরলেন চার নভোচর

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১০ নভেম্বর, ২০২১

চারজন মহাকাশচারীই ফিরে এলেন নিরাপদে গত সোমবার। শনিবার মধ্যরাতে জানা গেছিলো আন্তর্জাতিক স্পেস স্টেশানে টয়লেট বিভ্রাটের কথা। এলন মাস্কের সংস্থা ‘স্পেস এক্স ক্রু-২’ মিশনের রকেটে ফিরিয়ে আনার কথা ছিল ৪ মহাকাশচারীকে।
উড়ান শুরু হওয়ার আগেই টয়লেট বিভ্রাট। ফলে একদিনেরও বেশি ডায়াপার পরে কাটাতে হয় চার নভোচরকে। শেষ ৬ মাস ধরে গবেষণার জন্যে ওঁরা ছিলেন স্পেস স্টেশনে। সোমবার চার মহাকাশচারী ড্রাগন এনডোভার স্পেস্ক্রাফটে মেক্সিকো উপসারগের ফ্লোরিডা উপকূলে নেমেছেন। এলেন মাস্কের সংস্থার এটি স্পেস স্টেশনে দ্বিতীয় দীর্ঘ দূরত্বের বাণিজ্যিক মিশন। ফিরিয়ে আনা চারজন মহাকাশচারীর পরিবর্তে গবেষণা চালানোর জন্যে আর একদল নভোচর পাঠিয়েছেন। এই মিশনের নাম ‘স্পেস এক্স ক্রু-৩’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 6 =