অবশেষে ভিনগ্রহীদের নিয়ে গবেষণায় আগ্রহী নাসা

অবশেষে ভিনগ্রহীদের নিয়ে গবেষণায় আগ্রহী নাসা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ জুন, ২০২২

ভিনগ্রহীদের নিয়ে সম্প্রতি আবার নানাধরণের চর্চা শুরু হয়েছে। ইংল্যান্ডের এক মহিলার দাবি শৈশব থেকেই তার নাকি ভিনগ্রহীদের সঙ্গে যোগাযোগ। আরও অনেকেই সম্প্রতি দাবি করেছেন ভিনগ্রহীরা ছিল এবং আছে। এবার আসরে নামল মার্কিন স্পেস এজেন্সি নাসা। তাদের আসরে নামার পেছনে অবশ্য কারণ আছে। ২০২০-র এপ্রিলে আমেরিকার প্রতিরক্ষা দফতরের নৌ-বিভাগ একটি ছবি তুলেছিল। যে ছবিতে দেখা গিয়েছিল ‘অজ্ঞাত এক বস্তু’-কে। তারপর থেকে নাসা উৎসাহিত হয়েছে ভিনগ্রহী নিয়ে গবেষণা করার জন্য। তারা জানিয়েছে অ্যাস্ট্রো-ফিজিসিস্ট ডেভিড স্পার্জেলের নেতৃত্বে বিজ্ঞানীদের একটি আলাদা টিম তৈরি করা হবে যারা ভিনগ্রহীদের অস্তিত্ব নিয়ে গবেষণা করবেন।