অস্ট্রেলিয়ায় বৃষ্টিঅরণ্যের পুনঃসৃজন

অস্ট্রেলিয়ায় বৃষ্টিঅরণ্যের পুনঃসৃজন

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ৩ এপ্রিল, ২০২৩

অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ড প্রদেশটা জীববৈচিত্র্যের দিক থেকে অভিনব। গোটা পৃথিবী জুড়ে একটা তালিকা বানালে কুইন্সল্যান্ড বেশ উপরের দিকেই থাকবে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় রয়েছে গ্রেট ব্যারিয়ার রীফ বা বৃহৎ প্রবাল প্রাচীর। এছাড়াও নিরক্ষীয় বৃষ্টিঅরণ্য রয়েছে এই উত্তর কুইন্সল্যান্ডেই। অস্ট্রেলিয়ার ৬০% প্রজাপতির প্রজাতি, ৪০% পাখির প্রজাতি আর ৩০% স্তন্যপায়ী প্রজাতির বসবাস এইসব আর্দ্র বনাঞ্চলে। এবার এই বিস্তীর্ণ জঙ্গল সংরক্ষণে উদ্যোগী হল অস্ট্রেলিয়ার একটা অলাভজনক সংস্থা।
টেরেন এনআরএম (ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট) নামক এই স্বেচ্ছাসেবী সংগঠন জানিয়েছে, তাদের এই কর্মকাণ্ডে ‘কার্বন ক্রেডিট স্কিম’ সাহায্য করবে। অর্থাৎ, যেসব শিল্পে কার্বন দূষণের বাড়বাড়ন্ত বেশি তারা এই স্কিমের মাধ্যমে অন্যত্র বিনিয়োগ করবে পরিবেশ পুনরুদ্ধারে।
এছাড়াও আকর্ষণীয় দিক হল এমু-জাতীয় পাখিদের সংরক্ষণ। ক্যাসোয়ারি জাতের এমুদের বাঁচাতে বদ্ধপরিকর টেরেন এনআরএম সংস্থা। এটা দৃঢ় স্বরে জানিয়ে দিয়েছেন প্রজেক্ট কোঅরডিনেটর ব্রনউইন রবার্টসন।