অ্যান্টার্কটিকার গর্ভে রয়েছে বিশাল জলাধার!

অ্যান্টার্কটিকার গর্ভে রয়েছে বিশাল জলাধার!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১১ মে, ২০২২

উষ্ণায়নের অভিশাপে পৃথিবীর বুকে হিমবাহ গলছে। পাতলা হচ্ছে ওজোন স্তর। প্রত্যেকদিন বাড়ছে উষ্ণতা। গবেষণা বলছে, হিমবাহ গলনের মধ্যেই লুকিয়ে আসল বিপদ। সমুদ্রের জলতল বৃদ্ধি পেয়ে উপকূলীয় শহরগুলিকে ভাসিয়ে নিয়ে যাবে। এবার তাঁরা আরও এক আবিষ্কার করলেন। জানতে পারলেন, অ্যান্টার্কটিকার গর্ভে লুকিয়ে রয়েছে বিশাল আকারের জলাধার। যাতে ডুবে যেতে পারে ১৮২ মিটার লম্বা ‘স্ট্যাচু অফ ইউনিটি’ বা গুজরাটের সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি পর্যন্ত! অ্যান্টার্কটিকার ভেতরে ঠিক কত পরিমাণ জল রয়েছে, সে সম্পর্কে ধারণা হল ঠিকই, কিন্তু সঠিক পরিমাণ জানা সম্ভব নয়। তা মানছেন বিজ্ঞানীরাই। ইলেকট্রো-ম্যাগনেটিক প্রযুক্তির সাহায্যে তা চেষ্টা করা হয়েছিল। তাতে উপরিতলের ১০০ থেকে ২০০ মিটার পর্যন্ত পরিমাপযোগ্য, বাকিটা নয়। আসলে মেরুপ্রদেশের আবহাওয়ায় এই প্রযুক্তি ভালভাবে কাজ করে না বলে জানাচ্ছেন বিজ্ঞানী হেলেন আমান্দো ফ্রিকার। কারণ, খানিকটা জলস্তরের পর আবার বরফের পাত রয়েছে। সেই কারণে জলের পরিমাপ ঠিকমতো বোঝা সম্ভব নয়। গবেষকরা জানাচ্ছেন, মেরুদেশের গর্ভে জলের ভাণ্ডার ঠিক তেমনই, যেমনটা অন্য কোনও গ্রহ কিংবা চাঁদের মধ্যে রয়েছে। এই জল থেকেই অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 9 =