নিজেদের বাঁচাতে আর মানুষের মধ্যে সংক্রমণ দ্রুত ঘটাতে করোনার সমস্ত ভাইরাস মানুষের কোষ থেকে কোষে ছড়িয়ে পড়ছে, কিন্তু মানষের শরীরে যে অ্যান্টিবডি বা প্রহরীগুলো রয়েছে তারা টের পাচ্ছে না! ওমিক্রন, ডেল্টা-সহ সব ভ্যারিয়ান্টের মধ্যে অ্যান্টিবডিদের ফাঁকি দিয়ে মানুষের কোষ থেকে কোষে ঢুকে পড়ার অনায়াস দক্ষতা দেখছেন বিজ্ঞানীরা। সম্প্রতি প্রসিডিংস অফ ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সে প্রকাশিত এই গবেষণা থেকে জানা গিয়েছে এই তথ্য। বিজ্ঞানীরা জানিয়েছেন, ভবিষ্যতের দিকে তাকালে এই গবেষণা গুরুত্বপূর্ণ কারণ আরও কার্যকরী ওষুধ বা টীকা আবিষ্কারের ক্ষেত্রে এই গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে বিজ্ঞানীদের আশা। গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীদের পর্যবেক্ষণ, মানুষের শরীরে প্রবেশ করার পর করোনার ভাইরাস তার পার্টিকলস বার করছে না। অ্যান্টিবডিকে ধোঁকা দেওয়ার জন্য। আন্টিবডি কিন্তু পার্টিকলস নিষ্ক্রিয় করে দেয়। তাই ভ্যারিয়ান্টগুলো কোষের গায়ে প্রথমে লেগে থাকছে। তারপর কোষের ভেতর ঢোকার পর তাদের ভেঙে দিচ্ছে এবং তখন ভাইরাস তার পার্টিকলস বার করছে। গবেষকরা জানাচ্ছেন, যখন অ্যান্টিবডি কোষের ভেতর ঢুকে পড়া বুঝতে পারছে ততদিনে শরীরের ভেতর ভাইরাসের বংশবৃদ্ধি শুরু হয়ে যাচ্ছে।