অ্যাবেল পুরষ্কার সালিভানের

অ্যাবেল পুরষ্কার সালিভানের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৯ মার্চ, ২০২২

ভারতীয় সময় অনুযায়ী বুধবার রাতে এবছরের গণিতের শীর্ষ সম্মান অ্যাবেল পুরষ্কার পেলেন মার্কিন গণিতবিদ ডেনিস পারনেল সালিভান। টোপোলজিতে যুগান্তকারী অবদানের জন্যই ৮১ বছর বয়সী এই গণিতবিদকে এই সম্মান দিয়েছে নরওইয়ান অ্যাকাডেমি অফ সায়েন্স আন্ড লেটার্স। টোপোলজির বীজগাণিতিক, জ্যামিতিক ও ডায়ানমিক্যাল দিকগুলোকে সমৃদ্ধ করা নিয়েই সালিভানের গবেষণা। টোপোলজির নিরিখে একটি বৃত্তের সঙ্গে তফাৎ নেই একটি বর্গক্ষেত্রের। ফুটবলের সঙ্গে ফারাক নেই রাগবি বলের। রসগোল্লার সঙ্গে তফাৎ নেই লূডোর ছক্কার। হাতলওয়ালা কফি মগের সঙ্গে কোনও পার্থক্য নেই গাড়ির টায়ারের! আধুনিক টোপোলজির জন্ম হয়েছিল উনিশ শতকে। এককথায় যার সম্পর্কে বলা যায়, কোনও সারফেসের সেই সমস্ত পাণিতিক ধর্ম যা তল বা তলগুলোর বিকৃতির পরেও পরিবর্তিত হয় না। আমেরিকার স্টোনি ব্রুকে স্টেট ইউনিভার্সিটি অফ নিউইয়র্ক এবং সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের গ্র্যাজুয়েট স্কুল ও ইউনিভার্সিটি সেন্টারে বর্তমানে অধ্যাপনা করছেন সালিভান।