অ্যালুমিনিয়াম র‌্যাডিকাল ব্যাটারি আরও বেশি শক্তির প্রতিশ্রুতি দিচ্ছে

অ্যালুমিনিয়াম র‌্যাডিকাল ব্যাটারি আরও বেশি শক্তির প্রতিশ্রুতি দিচ্ছে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ জুলাই, ২০২৩

ব্যাটারি আমাদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে। মোবাইল ফোন এবং স্মার্টওয়াচ থেকে শুরু করে বৈদ্যুতিক যানবাহন সবকিছুতেই আমরা ব্যাটারি ব্যবহার করি। কিন্তু বেশিরভাগ ব্যাটারিতে বিপজ্জনক, বিষাক্ত এবং ক্ষয়কারী উপাদান থাকে যা মাটিতে ফেলে দিলে পরিবেশকে দূষিত করতে পারে। সীসা, ক্যাডমিয়াম এবং পারদের মতো উপাদান মানুষ এবং প্রাণীর ক্ষতি করে, মাটি এবং জল দূষণ করে এবং দীর্ঘ সময়ের জন্য পরিবেশে রয়ে যায়। দক্ষিণ অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি এবং চীনের ঝেজিয়াং সাই-টেক ইউনিভার্সিটির গবেষকের একটি দল বিশ্বের প্রথম নিরাপদ এবং বিষাক্ত নয় এমন অ্যাকোয়াস অ্যালুমিনিয়াম র‌্যাডিকাল ব্যাটারি তৈরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই অভিনব ব্যাটারি তৈরির প্রথম পর্যায় তারা রয়েছেন। আমেরিকান কেমিক্যাল সোসাইটির ফ্ল্যাগশিপ জার্নাল, আমেরিকান কেমিস্ট্রির একটি নিবন্ধে গবেষণাটির কথা প্রকাশিত হয়েছে।
গবেষকের দলটি অ্যালুমিনিয়াম র‌্যাডিকাল ব্যাটারির প্রথম নকশা তৈরি করেছে যা ইলেক্ট্রোলাইট হিসেবে জল ব্যবহার করেছে, যা আগুন রোধী ও বায়ুতে স্থিতিশীল এবং ১.২৫ ভোল্টের স্থিতিশীল ভোল্টেজ আউটপুট রয়েছে। সম্প্রতি, রিচার্জেবল অ্যালুমিনিয়াম-আয়ন ব্যাটারি (AIBs) তাদের ভলিউমেট্রিক ক্যাপাসিটি, সুনিরাপত্তা এবং প্রাচুর্যের কারণে টেকসই হচ্ছে এবং কম খরচে শক্তি সঞ্চয় করে রাখতে পারছে। প্রফেসর জিয়া বলেছেন, Al3+, Zn2+ বা Mg2+ সহ মাল্টিভ্যালেন্ট ধাতব আয়ন ব্যাটারি, ভূপৃষ্ঠের প্রচুর উপাদান ব্যবহার করে তৈরি হয় এবং লিথিয়াম-আয়ন ব্যাটারির (LIBs) তুলনায় অনেক বেশি শক্তি প্রদান করে। এর মধ্যে আবার অ্যালুমিনিয়াম-আয়ন ব্যাটারি (AIBs) বেশি দৃষ্টি আকর্ষণ করেছে কারণ ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া উপাদানের মধ্যে অ্যালুমিনিয়াম তৃতীয় স্থানে রয়েছে( ৮.১%)। বর্তমান AIB-এর প্রধান চ্যালেঞ্জ হল Al3+ আয়ন কমপ্লেক্সের ধীর গতি আর তাই AIB-র ক্যাথোড কার্যকারীতা কম। আয়নের ধীর গতির সমস্যা সমাধানের জন্য অর্গানিক কনজুগেটেড পলিমার ব্যবহার করে ক্যাথোড তৈরি করা হচ্ছে, যদিও তাদের ব্যাটারি ভোল্টেজ আউটপুট কার্যক্ষমতা কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 7 =