আইসল্যান্ডে জেগে উঠেছে আগ্নেয়গিরি

আইসল্যান্ডে জেগে উঠেছে আগ্নেয়গিরি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১০ আগষ্ট, ২০২২

ইওরোপে চলছে তাপপ্রবাহ। তারই মধ্যে আইসল্যাণ্ডে জেগে উঠলো একটি আগ্নেয়গিরি। মাউন্ট ফাগ্রাডালস্ফজাল থেকে মোটামুটি ১ কিমির মধ্যে অগ্নুৎপাত শুরু হয় গত সপ্তাহে। উজ্জ্বল লাল লাভা ছড়িয়ে পড়েছে নিকটস্থ পাদদেশে। বাতাসেও ফুটন্ত লাভার ফুলকি ছড়াচ্ছে। যা দেখতে পাহাড়ে ভিড় জমিয়েছেন পর্যটকরা। এক পর্যটকের কথায় গলন্ত লাভা চাক্ষুষ করার জন্যে বহুদিন অপেক্ষা করেছেন তিনি। বিবিসি নিউজ তাদের ইন্সটাগ্রাম পেজে অগ্নুৎপাতের দৃশ্য শেয়ার করেছে। উল্লেলহ্য এই একই আগ্নেয়গিরিতে গত বছরো অন্তত ছ মাস অগ্নুৎপাত ঘটেছিল। অতএব বলা যায় এটি সুপ্ত নয়, আপাতত একেবারে জীবন্ত আগ্নেয়গিরি।