বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ অক্টোবর, ২০২১
এই মুহুর্তে ভারতে করোনার তিনটি টিকা দেওয়া হচ্ছে মানুষকে। আগামী বছর থেকে আরও একটি টিকা এসে যাবে বাজারে। এমনই আশা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। তারা জানিয়েছে, আগামী নভেম্বরের মধ্যেই বায়োলজিক্যাল ই-র তৈরি টিকার তৃতীয় দফার পরীক্ষামূলক প্রয়োগের রিপোর্ট পেশ করা হবে। ডিসিজিআই-এর অনুমোদন পেলে বায়োলজিক্যাল ই হবে তৃতীয় ভারতীয় করোনা প্রতিষেধক। তাই আগামী বছরে এই সংস্থার প্রতিষেধককেও হিসেবে রাখা হচ্ছে। প্রতিষেধক নির্মাণের দৌড়ে রয়েছে আর এক ভারতীয় সংস্থা জেনোভা। মনে করা হচ্ছে, আগামী ফেব্রুয়ারির মধ্যেই বাজারে আসবে জেনোভার প্রতিষেধকও। ইতিমধ্যে শনিবার রাত প্রর্যন্ত ৯৭ কোটি ৬২ লক্ষ ডোজ় প্রতিষেধক দেওয়া হয়েছে। এক কোটির মাইল ফলক পেরোতে আর দেরি নেই। ইতিমধ্যেই অন্তত ৩০ শতাংশ দেশবাসী প্রতিষেধকের দু’টি ডোজ়ই পেয়ে গিয়েছেন।