আগামী বছরেই ১০০ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি!

আগামী বছরেই ১০০ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ মার্চ, ২০২২

প্রতিশ্রুতিটা ২০০৯-এ কোপেনহাগেন ক্লাইমেট চেঞ্জিং সামিটে প্রথম দেওয়া হয়েছিল। পৃথিবীর ধনী দেশগুলো সম্মিলিতভাবে দরিদ্র দেশগুলোকে বছরে ১০০ বিলিয়ন ডলার সাহায্য করবে যাতে দরিদ্র দেশগুলোও বিশ্ব উষ্ণায়ন কমাতে, জলবায়ুর চরম পরিবর্তনের মোকাবিলা করতে পারে। কিন্তু চাঁদা তোলার কাজটা ধনী দেশগুলো মুখেই বলে গিয়েছে, কাজে করেনি। ২০০৯ থেকে ২০২১-এ হওয়া গ্লাসগো ক্লাইমেট চেঞ্জিং সামিটেও একই প্রতিশ্রুতি রাষ্ট্রনেতারা বলে গিয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান জো বাইডেনের সরকারের আবহাওয়া মন্ত্রকের দূত জন কেরি জানালেন আগামী বছরেই বিশ্বের দরিদ্র দেশগুলো (রাষ্ট্রপুঞ্জের তালিকাভূক্ত) ১০০ বিলিয়ন মার্কিন ডলার সাহায্য পেয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র নিজে দান করবে ১১ বিলিয়ন ডলার। কেরি এ-ও জানিয়েছেন ধনী দেশগুলোকে একত্রিত করে সম্মিলিতভাবে প্রত্যেক বছর ১০০ বিলিয়ন ডলারের ফান্ড তৈরি করার উদ্যোগটাও মার্কিন যুক্তরাষ্ট্র নেবে।