আগ্নেয়গিরির কারসাজিতে অ্যান্টার্কটিকায় আগুনরঙা মেঘ!

আগ্নেয়গিরির কারসাজিতে অ্যান্টার্কটিকায় আগুনরঙা মেঘ!

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ২৫ জুলাই, ২০২২

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে অপূর্ব রঙের খেলা তৈরি হল অ্যান্টার্কটিকার আকাশজুড়ে। টোঙ্গা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলেই এমন দৃশ্য দেখা গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সেই আগ্নেয়গিরিতে গত জানুয়ারি মাসে অগ্ন্যুৎপাত হয়েছিল। এখনও চলছে তার প্রভাব। এর আগে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের আকাশেও এমনই রঙের খেলা দেখা গিয়েছিল। এবার সে রং ফুটে উঠল অ্যান্টার্কটিকার আকাশে।
বরফে ঢেকে এই মহাদেশের আকাশ হয়ে উঠেছিল টকটকে লাল। শুধু তো লাল নয়, গোলাপি, কমলার এক অদ্ভুত মিশেল তৈরি হয়েছিল সে আকাশে। টোঙ্গা আগ্নেয়গিরি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এক কোণে অবস্থিত। সেই আগ্নেয়গিরির একবারের অগ্ন্যুৎপাতের পর সংলগ্ন এলাকার আকাশে থেকে থেকে এমন রঙের আঁকিবুঁকি কেন তৈরি হচ্ছে তা নিয়ে চিন্তিত বিজ্ঞানীরা। আকাশের এমন রূপ দেখে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। অ্যান্টার্কটিকার ছবিগুলি ইতিমধ্যে বেশ ভাইরাল। নেটিজেনরা সকলেই প্রকৃতির এমন রূপে মজেছেন।
কিছুদিন আগে আমেরিকার আকাশ হয়ে উঠেছিল গাঢ় ঘন সবুজ। পরক্ষণেই হুড়মুড়িয়ে ঝড় উঠেছিল চারদিকে। এবার অ্যান্টার্কটিকার আকাশে দেখা গেল লাল-গোলাপির অপূর্ব খেলা।