আজ শক্তিশালী সৌরঝড়ের আঘাতে রেডিও ইন্টারনেট পরিষেবা ব্যাহত হতে পারে

আজ শক্তিশালী সৌরঝড়ের আঘাতে রেডিও ইন্টারনেট পরিষেবা ব্যাহত হতে পারে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ ডিসেম্বর, ২০২৩

মার্কিন পূর্বাভাস অনুসারে শুক্রবার বিশ্বের কিছু অংশে রেডিও, ইন্টারনেট এবং জিপিএস ওঠানামার সম্ভাবনা রয়েছে কারণ একটি বিশাল সৌর ঝড় পৃথিবীতে আঘাত হানবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। মহাকাশ আবহাওয়া পদার্থবিদ টামিথা স্কোভ বলেছেন, সৌর ঝড় বা করোনাল মাস ইজেকশন (সিএমই), পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে পারে এবং এটি বিভিন্ন ধরণের যোগাযোগের পাশাপাশি অরোরাকে প্রভাবিত করতে পারে। সৌর ঝড় হল সূর্য থেকে আসা শক্তিশালী বিস্ফোরণ যাতে পদার্থের প্লাজমা এবং আয়নযুক্ত পদার্থ চতুর্থ অবস্থায় থাকে। এগুলি সৌর ঝলকানি থেকে উৎপন্ন হয়, যা সূর্যের উপর বিস্ফোরণ বা সূর্যের দাগের সাথে যুক্ত চৌম্বকীয় শক্তির মুক্তির ফলে আসে। সূর্যের “অঞ্চল ৩৫০০” এর কাছে একটি শক্তিশালী শিখা থেকে আগত সৌর ঝড়ের উদ্ভব হয়েছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।এই শক্তিশালী সৌর ঝড় পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে পারে, বৈদ্যুতিক গ্রিডের ক্ষতি করতে পারে, স্যাটেলাইটে আঘাত হানতে এবং কিছু ক্ষেত্রে ইন্টারনেট সংযোগ ব্যাহত করতে পারে।
টামিথা স্কোভ জানিয়েছেন, ১ লা ডিসেম্বর ঝড়টি পৃথিবীতে আঘাত হানবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। যদি চৌম্বক ক্ষেত্রটি সঠিকভাবে অভিমুখী হয়, অরোরা মধ্য-অক্ষাংশের গভীরে পৌঁছাবে, রেডিও এবং জিপিএস-এর সমস্যা হবে, বিশেষ করে পৃথিবীর রাতের দিকে। ইউএস ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) এবং অন্যান্য পূর্বাভাসদাতারা ইতিমধ্যেই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে তিনটি সৌর ঝড় পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এই ঝড়গুলি একত্রিত হয়ে শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের বিঘ্ন তৈরি করার সম্ভাবনা রয়েছে। ডঃ স্কোভ বলেছেন, পৃথিবীতে শক্তিশালী G3-স্তরের চৌম্বকীয় ঝড় এবং অরোরা হওয়ার “চমৎকার সম্ভাবনা” রয়েছে।
সৌর ঝড়ের তীব্রতা G অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়, তার সাথে তীব্রতা অনুযায়ী ১ থেকে ৫ পর্যন্ত একটি সংখ্যা দেওয়া হয়, যেখানে ১টি কম তীব্র এবং ৫ টি সবচেয়ে চরম তীব্র। G3 ঝড় হল শক্তিশালী ঘটনা যা মাঝে মাঝে স্যাটেলাইট নেভিগেশন এবং কম ফ্রিকোয়েন্সি রেডিও নেভিগেশনের সমস্যার কারণ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 4 =