আদিম মানুষের নতুন ইতিহাস

আদিম মানুষের নতুন ইতিহাস

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ ফেব্রুয়ারী, ২০২২

ফ্রান্সের মার্সেই শহর থেকে ১৪০ কিলোমিটার উত্তরে রোন উপত্যকায় একটি গুহায় পাওয়া আদিম মানুষের কঙ্কাল উদ্ধার করে প্রত্নতাত্বিকরা জানতে পারলেন ইউরোপে আদিম মানুষ এবং আধুনিক মানুষের আগমনের সময়। এত বছর ধরে প্রত্নতাত্বিকদের অনুমান ভুল প্রমাণ হল বলে দাবি ইউরোপ ও আমেরিকার সেই গবেষকদের যারা ওই গুহায় গত ৩০ বছর ধরে পাথরের বিভিন্ন স্তরে আদিম মানুষের কঙ্কাল উদ্ধার করে এবং বিশ্লেষণ করে জানতে পেরেছেন ইউরোপে আদিম মানুষের আগমন হয়েছিল ৫৪ হাজার বছর আগে। এত বছর ধরে প্রত্নতাত্বিকদের অনুমান ছিল ইউরোপে আদিম মানুষের আগমন হয়েছে ৪৪ হাজার বছর আগে। টুলুজ বিশ্ববিদ্যালয়ের এক প্রত্নতাত্বিক, স্লিম্যাক জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ আবিষ্কার ভবিষ্যতে রোন নদীতেও আদিম মানুষের ইতিহাস পেতে সহায়তা করবে। জানা যাবে ভূমধ্যসাগরের উপকূলবর্তী অঞ্চল থেকে কীভাবে ইউরোপে আসা শুরু হয়েছিল আদিম মানুষের।