আধুনিক ব্যাটারির জনক নোবেলজয়ী জন গুডএনাফের প্রয়াণ

আধুনিক ব্যাটারির জনক নোবেলজয়ী জন গুডএনাফের প্রয়াণ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ জুন, ২০২৩

প্রয়াত হলেন আধুনিক লিথিয়াম ব্যাটারির উদ্ভাবক জন গুডএনাফ। ২০১৯ সালে এই যুগান্তকারী আবিষ্কারের জন্য তাঁকে নোবেল পুরস্কার দেওয়া হয়। রবিবার শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। রবিবার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়, ১০০ বছর বয়সে প্রয়াত হয়েছেন জন গুডএনাফ।
একসময় এই বিশ্ববিদ্যালয়েই ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর হিসেবে অধ্যাপনা করেছেন জন। তাঁর উদ্ভাবিত লিথিয়াম ব্যাটারি অধুনিক যুগের অন্যতম চালিকাশক্তি। ফোনসহ অন্য নানা যন্ত্রেই এই ব্যাটারি ব্যবহার করা হয়।
এছাড়াও এই ব্যাটারি জীবাশ্ম শক্তির বিকল্প হয়ে উঠছে। অর্থাৎ কয়লা ও অন্যান্য দূষণ সৃষ্টিকারী শক্তির উৎসের বদলে এটাই হয়ে উঠেছে বিকল্প। জনের হাত ধরেই যাঁর উদ্ভাবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 6 =