আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ফাটল ধরা পড়েছে! এই মহাকাশ স্টেশনের দৈর্ঘ্য একটা আন্তর্জাতিক ফুটবল মাঠের সমান। তারই কয়েকটি অংশে ধরা পড়েছে ফাটলগুলি। রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের তরফে জানানো হয়েছে, ফাটলগুলি দ্রুত সারানো না হলে সেই অংশগুলি মহাকাশে ভেঙ্গেও পড়তে পারে! যেটা মহাকাশে আবর্জনা হয়ে বিপদ ঘটাতে পারে বহু মহাকাশযান ও পৃথিবীর বিভিন্ন কক্ষপথে থাকা বহু উপগ্রহেরও! একইসঙ্গে, ওই ফাটল দিয়ে শক্তিশালী মহাজাগতিক রশ্মি ও নানাধরণের ক্ষতিকারক মহাজাগতিক বিকিরণ মহাকাশ স্টেশনে ঢুকে পড়তে পারে।
পৃথিবীর কাছের কক্ষপথে (লো-আর্থ অরবিটে) থাকা মহাকাশ স্টেশনে এখন রয়েছেন ১১ জন মহাকাশচারী। রয়েছেন নাসা, রসকসমস, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা এবং ইউরোপীয় স্পেস এজেন্সির মহাকাশচারীরা। দিনকয়েক আগে নাসার তরফে জানানো হয়েছিল, মহাকাশচারীদের সংখ্যা অতিরিক্ত হয়ে যাওয়ায় মহাকাশ স্টেশনে তাদের ঘুমানোর জায়গা নেই!