আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে সাহারার ছবি

আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে সাহারার ছবি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ মে, ২০২২

এবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ক্যামেরায় ধরা পড়লো সাহারা মরুভূমি। সাহারা পৃথিবীর ভূ -বৈচিত্র‍্যে অন্যতম রহস্যময় ও গুরুত্বপূর্ণ স্থান। আফ্রিকা মহাদেশের ১২ টি দেশের সীমানা জুড়ে মোট ৪২ লক্ষ বর্গমাইল এলাকা জুড়ে অবস্থিত এই সাহারা মরুভূমি। কালের স্রোতে অনেকবার রূপ বদল করেছে সাহারা। বর্তমানে যেখানে সাহারার সবচেয়ে উষ্ণতম স্থান, কয়েক কোটি বছর আগে সেখানেই ছিল টেথিস সাগর। মনে করা হয় আদিম মানব প্রজাতি আফ্রিকার এ অংশেই সৃষ্টি হয়ে পাড়ি দিয়েছিও ইউরোপীয় ভূখণ্ডের দিকে। গোটা সাহারা একটা প্লেটটেকটোনিক প্লেটের ওপর রয়েছে। বহু কোটি বছর আগে আফ্রিকা ও ইউরোপের মাঝে টেথিস সাগর ছিল। ধারণা করা হয় প্রায় ৪ কোটি বছর আগে টেকটোনিক প্লেটের গতির কারণে টেথিস সাগর উত্তরের দিকে সরে আসে। এবং আফ্রিকা ও ইউরোপের ভূখণ্ড মিলে যায়। এরই ফলশ্রুতিতে আফ্রিকা মহাদেশের উত্তরাংশ সমুদ্রপৃষ্ঠ থেকে ওনেকটা ওপরে উঠে যায় ও ধীরে জলশূণ্য হয়ে পড়ে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আই এস এস সেই বিশাল মরু অঞ্চলের ভিডিওগ্রাফি সামনে নিয়ে এলো। যাকে বলে বার্ডস আই ভিউ তে সাহারা দেখা।