করোনার আবার এক নতুন ভ্যারিয়ান্টের দেখা মিলল। এই বিশেষ ভাইরাসের গতিবিধির ওপর নিরন্তর নজর রাখছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (হু)। নতুন করে সন্ধান পাওয়া এই ভ্যারিয়ান্টের নাম ‘মু’। জানুয়ারিতে প্রথমবার চিহ্নিত হয়েছিল কলম্বিয়ায়। তবে হু-এর সাপ্তাহিক করোনা-বুলেটিনে জানানো হয়েছে, এই ভ্যারিয়ান্টকে বলা যেতে পারে ‘ভ্যারিয়ান্ট অফ ইন্টারেস্ট’। আরও জানানো হয়েছে যে, এই নতুন ভাইরাসটির মিউটেশন করবার ক্ষমতা আছে। মানে এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করলেও বিপদ আছে। তবে আশার কথা, টীকা একে প্রতিরোধ করতে পারে।
ডেল্টা ভ্যারিয়ান্টের দাপটে বিশ্বজুড়ে আবার কোভিডে সংক্রমণের পরিমাণ বাড়ছে। বিশেষত, যে সব দেশে এখনও অধিকাংশ মানুষের টীকা নেওয়া হয়নি তাদের মধ্যে ডেল্টা ভাইরাসের সংক্রমণ বেশি হচ্ছে। হু-এর দেওয়া তথ্য অনুযায়ী এই মুহুর্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চার রকমের ভাইরাস নিয়ে উদ্বিগ্ন। তার মধ্যে আলফা রয়েছে। যে ভ্যারিয়ান্টের অস্তিত্ব ১৯৩টা দেশে। আর রয়েছে ডেল্টা ভ্যারিয়ান্ট। তার অস্তিত্ব ১৭০টি দেশে। ডেল্টার ধাক্কায় রাতের ঘুম উড়ে গিয়েছে প্রশাসক, গবেষক, চিকিৎসকদের তো বটেই। পঞ্চম ভ্যারিয়ান্ট মু। কলম্বিয়ায় এটি চিহ্নিত হওয়ার পর দক্ষিণ আমেরিকার অন্য অঞ্চলগুলোতে এবং ইউরোপের কোনও কোনও শহরে মু-এর প্রবেশ ঘটেছে বলে জানা গিয়েছে।