আবার কম্পন মঙ্গলে, এবার তীব্রতম

আবার কম্পন মঙ্গলে, এবার তীব্রতম

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ মে, ২০২২

আবার ভূমিকম্প মঙ্গল গ্রহে। এর আগেও কয়েকবার কম্পন হয়েছে মঙ্গলে। কিন্তু এবারের কম্পনের মাত্রা আগের তুলনায় অনেক তীব্র। রেকর্ড করেছে মঙ্গলে থাকা নাসার ইনসাইট ল্যান্ডার। গত ৪ মে হওয়া এই কম্পনের তীব্রতা ছিল ৫। এর আগে ২০২১-এর ১৫ অগস্ট মঙ্গলের বুকে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। তার তীব্রতার মাত্রা ছিল ৪.২। এবারের কম্পনের মাত্রা তার চেয়েও অনেকটাই বেশি। পৃথিবীতে রিখটার স্কেলে ৫ কম্পনকে বিধ্বংসী বলা হয় না। কিন্তু মঙ্গলের ক্ষেত্রে বিজ্ঞানীদের দাবি ৫ তীব্রতা মানে আতঙ্কের। এখন ল্যান্ডারে থাকা বিজ্ঞানীরা অনুসন্ধান চালাচ্ছেন কম্পনের উৎসস্থল কোথায় ছিল, কীভাবে হয়েছে কম্পন সেই সম্পর্কে।

মঙ্গলে একটা দিনকে বলা হয় মার্সিয়ান ডে। নাসার ইনসাইট ল্যান্ডার মঙ্গলে ১২২২ মার্সিয়ান ডে অতিক্রম করে ফেলেছে। ২০১৮-র নভেম্বরে মঙ্গলে অবতরণ করেছিল ইনসাইট ল্যান্ডার। ইনসাইট মিশনের অন্যতম প্রধান ব্রুস ব্যানেরডিট জানিয়েছেন, ২০১৮-য় মঙ্গলে অবতরণ করার পর থেকেই তারা সিসমোমিটার নিয়ে অপেক্ষা করতেন বড় ভূমিকম্পের জন্য। ৪ মে-র ভূমিকম্পের পর তাদের কাজ করতে সুবিধে হচ্ছে।