আবার মিলে গেল আইনস্টাইনের ভবিষ্যৎবাণী

আবার মিলে গেল আইনস্টাইনের ভবিষ্যৎবাণী

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৫ ফেব্রুয়ারী, ২০২২

একশো বছর আগে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন ব্ল্যাক হোলের পেছনে আলোর ঠিকানা পাওয়া যাবে। বর্তমানের জ্যোর্তিবিজ্ঞানীরা সেই ঠিকানা পেয়েছেন সম্প্রতি। এবার তার আরও এক ভবিষ্যৎবাণী মিলে গেল। তিনি সেই অদ্বিতীয় অ্যালবার্ট আইনস্টাইন। ১৯১৫-য় তার ভবিষ্যতবাণী ছিল পৃথিবীর আকার ও তার ঘূর্ণনের ছন্দের কারণে এক আশ্চর্য কাণ্ড ঘটা সম্ভব। তা হল সমুদ্রপৃষ্ঠে থাকা ব্যক্তিদের তুলনায় পাহাড়ে বসবাস করা ব্যক্তিদের বয়স দ্রুত বাড়বে। এই গতি মাইক্রোস্কোপিক। চট করা মাপা কঠিন হবে।
সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন পারমাণবিক ঘড়ি। যা সময়ের ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশকেও মাপতে সক্ষম। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সদস্যরা এবং ক্যালিফোর্ণিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুন ইয়ে এবং তার সহযোগীদের পারমাণবিক ঘড়ি সংক্রান্ত গবেষণাপত্রটি আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা নেচারে প্রকাশিত হয়েছে। সেখানে আরা জানিয়েছেন, তাদের পারমাণবিক ঘড়িটি আগের আবিষ্কৃত পারমাণবিক ঘড়ির তুলনায় ৫০ শতাংশ বেশি নিখুঁতভাবে সময় মাপতে সক্ষম। এবং সেই ঘড়ির সাহায্যেই নিশ্চিত করা গিয়েছে সমুদ্রপৃষ্ঠ ও পাহাড়ের সময়ের গতিবেগের ভগ্নাংশ।