ডোমিনিকান রিপাবলিকে নতুন এক প্রজাতির সাপ আবিষ্কৃত হল। বোয়া প্রজাতির সাপ। হাইতি আর ডোমিনিকান রিপাবলিকের সীমান্তে হিস্প্যানিওলা দ্বীপপুঞ্জের পর্বতমালার ঘন জঙ্গলে ঘুরতে ঘুরতে সাপটিকে দেখতে পান প্রকৃতিবিদ মিগুয়েল ল্যান্ডেস্টয়। ১৪৩ বছর পর বোয়া প্রজাতির সাপ দেখা গেল ওই পাহাড়ে। মিগুয়েল জানিয়েছেন, শেষবার ওই প্রজাতির সাপ দেখা গিয়েছিল ১৮৮৮ সালে। সাপের মধ্যে সবচেয়ে ছোট এই প্রজাতির সাপ। বৈশিষ্ট্য এর চোখ। তা শুধু প্রসারিত তাই নয়, একদম বর্গক্ষেত্রের মতো! এই সাপ আবার লম্বায় ২ মিটারেরও অনেক কম! এই প্রজাতির সবচেয়ে লম্বা সাপ মিগুয়েল দেখেছেন একটি মহিলা বোয়া যার দৈর্ঘ্য ১ মিটারের একটু বেশি। আর বাচ্চারা? আধ মিটারেরও কম লম্বা হয় তারা। কিন্তু মিগুয়েল একইসঙ্গে জানিয়েছেন, এই প্রজাতির সাপ ওই পর্বতমালা ছাড়া অন্যত্র দেখা যায়নি। মিগুয়েল বলছেন, এই প্রজাতির সাপকে বাঁচিয়ে রাখা কঠিন।