আবিষ্কৃত বিশ্বের বৃহত্তম উদ্ভিদ প্রজাতি

আবিষ্কৃত বিশ্বের বৃহত্তম উদ্ভিদ প্রজাতি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩ জুন, ২০২২

বিশ্বের বৃহত্তম উদ্ভিদ প্রজাতি আবিষ্কার করলেন অষ্ট্রেলিয়ার গবেষকরা। পশ্চিম অষ্ট্রেলিয়ায় সমুদ্রের উপকূলে, জলের নীচে এই উদ্ভিদের নাম ‘সি-গ্রাস’। একটাই উদ্ভিদ। সেখান থেকে সেই উদ্ভিদের বংশবিস্তার হয়েছে। পশ্চিম অষ্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা, যার অন্যতম ছিলেন এলিজাবেথ সিনক্লেয়ার, জানিয়েছেন উদ্ভিটি অন্তত সাড়ে চার হাজার বছরের পুরনো। আর জলের তলায় এই উদ্ভিদ প্রজাতি রয়েছে ২০০ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে, মানে অন্তত ২০ হাজার প্রমাণ সাইজের ফুটবল মাঠের সমতুল্য অঞ্চল জুড়ে! গবেষকদের নেতৃত্বে থাকা জেন এডগেলোর বক্তব্য, “পশ্চিম অষ্ট্রেলিয়ার শার্ক বে-র উপকূল ধরে এই একটা উদ্ভিদ প্রজাতি ১৮০ কিলোমিটার অঞ্চলে ছড়িয়ে পড়েছে। অভাবনীয় ব্যাপার।” উদ্ভিদের জিন নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা জেনেছেন, উদ্ভিদটি সাড়ে চার হাজার বছরের পুরনো। একটা গাছ এক বছরে অন্তত ৩৫ সেন্টিমিটার পর্যন্ত বাড়ে। গবেষণাটি প্রকাশিত হয়েছে প্রসিডিংস অফ দ্য রয়্যাল সোসাইটি বি-তে।