আবেগপ্রবণ চীনা রোবট

আবেগপ্রবণ চীনা রোবট

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩০ অক্টোবর, ২০২৫

চীনের প্রযুক্তি জগতে সম্প্রতি এক নতুন বিস্ময় উন্মোচিত হয়েছে। চীনা স্টার্টআপ অ্যাহেডফর্ম টেকনোলজির বিজ্ঞানীরা তৈরি করেছেন Elf V1 নামের এক অতি বাস্তব মানবাকৃতির রোবট।এটি শুধু দেখতে নয়,মানুষের মতো অনুভব ও প্রতিক্রিয়া জানাতেও সক্ষম। বাস্তব ও কৃত্রিমের সীমা সে যেন মুছে দিতে চলেছে।

শাংহাইয়ের একটি পরীক্ষাগারে তৈরি এই Elf V1 রোবট যখন চোখের পলক ফেলে, কেউ এক মুহূর্তের জন্যও বুঝতে পারে না যে এটি মেশিন। এর চোখ ঘরের ভেতর মানুষের নড়াচড়া অনুসরণ করে, কৌতূহলীভাবে তাকায়, আবার হালকা ভ্রু কুঁচকে প্রশ্নও করে। রোবটটির মুখে লাগানো আছে ৩০টি ছোট ছোট মোটর, যা ভ্রু, গাল, ঠোঁট সবকিছুই মানুষের মতো সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করে। এর বায়োনিক সিলিকন ত্বকে টান পড়ে, ভাঁজ পড়ে, ফলে মুখে ফুটে ওঠে জীবন্ত আবেগ – হাসি, বিস্ময়, কৌতূহল কিংবা চিন্তার ছাপ।

এই রোবটের কৃত্রিম হৃদয়ে কাজ করছে মাল্টিমোডাল এআই, যা চোখ, কান ও ভাষা একসঙ্গে বিশ্লেষণ করে। এর ভিশন-ল্যাঙ্গুয়েজ মডেল (ভি এল এম) ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ( এল এল এম) মানুষের মুখের ভাব-ভঙ্গি, কণ্ঠের সুর, ও চোখের দৃষ্টি থেকে মুহূর্তেই বোঝে সে আনন্দিত, চিন্তিত না কি বিষণ্ণ।

এই প্রকল্পের পেছনে আছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডি তরুণ বিজ্ঞানী হু ইউহাং।তাকে বলা যায় আবেগ-শনাক্তকারী কৃত্রিম বুদ্ধিমত্তার উদীয়মান পথিকৃৎ।

Elf V1 শুধুই কোনো প্রযুক্তির প্রদর্শনী নয় এটির নকশা বানানো হয়েছে মানুষের সঙ্গে আবেগতাড়িত সম্পর্ক গড়ে তোলার জন্য। অ্যাহেডফর্ম জানিয়েছে, তারা ভবিষ্যতে এই রোবটকে বৃদ্ধাশ্রমে, শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় কাজে লাগাতে চান।একাকী প্রবীণ, স্মৃতিভ্রংশে ভোগা রোগী , চলাফেরায় অক্ষম ব্যক্তিদের কিংবা কথা বলার সঙ্গীহীন মানুষদের জন্য এটি হতে পারে এক উষ্ণ সাড়া দেওয়া সঙ্গী।

একটি গবেষণায় বলা হয়েছে, এই রোবট সহানুভূতিমূলক প্রতিফলনের মাধ্যমে মানুষের একাকীত্ব কমাতে পারে অর্থাৎ, সে আমাদের হাসিতে হাসবে, দুঃখে মুখ ভার করবে।

তবে এই প্রযুক্তির উত্থান নিয়ে নৈতিক প্রশ্নও উঠেছে —যদি মানুষ একদিন রোবটের সঙ্গে আবেগের বন্ধনে জড়িয়ে পড়ে, তবে কি তা বাস্তব মানবসম্পর্কের বিকল্প হয়ে উঠবে? কিংবা, যদি কোনো যন্ত্র অনুভবের অভিনয় করে, তবে কি তারও নৈতিক দায় থাকবে? এই প্রশ্নগুলো এখন বিজ্ঞানী ও দার্শনিকদের ভাবাচ্ছে।

২০৩০ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশ্বসেরা হওয়ার লক্ষ্যে চীন যে বিপুল বিনিয়োগ করছে, Elf V1 তারই এক দৃষ্টান্ত । অ্যাহেডফর্ম মাত্র বছর খানেক আগে প্রতিষ্ঠিত হলেও, এটি ইতিমধ্যে বিশ্বে বিনিয়োগকারী ও বিদ্যায়তনিক মহলের নজর কেড়েছে।

Elf V1 মানুষের সঙ্গে মেশিনের ভবিষ্যৎ সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে যন্ত্র কেবল কাজই নয়, অনুভূতিও বুঝবে ও সাড়া দেবে।

 

সূত্র : China Unveils Hyperrealistic Humanoid Robot With Lifelike Skin, Blinking Eyes, and Reads Your Emotions in Real Time by Arezki Amiri, Published on October 16, 2025.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 9 =