ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স এখনও প্রকাশিত হয়। ইন্ডিয়ান ফিজিক্যাল সোসাইটি প্রকাশ করে এই জার্নাল। কিন্তু ১৯৩৩ সালে
যে কিংবদন্তি বিজ্ঞানী ইন্ডিয়ান ফিজিক্যাল সোসাইটি তৈরি করেছিলেন তাঁকে বর্তমান প্রজন্ম কি জানে? কিংবা তাঁকে মনে রাখার কি কোনও চেষ্টা আছে আমাদের এ দেশের মানুষের? কিন্তু বিজ্ঞানে মেঘনাদ সাহার অবদান নতুন প্রজন্মকে ভুলতে দেয়নি বাংলাদেশ।
ঢাকা শহর থেকে ৪৫ কিলোমিটার দূরের শ্যাওড়াতলি গ্রামে জন্ম হয়েছিল মেঘনাদ সাহার। গত ২০ অগস্ট বাংলাদেশে মেঘনাদ সাহার নামে একটি বিজ্ঞান কর্মশালার আয়োজন হল। শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেসের প্রস্তুতিতে সহায়তা করতেই এই কর্মশালার আয়োজন করা হয়েছিল। দেশের ১৪০ জন শিক্ষার্থী অনলাইনে অংশগ্রহণ করেছিল। শিক্ষার্থীদের বৈজ্ঞানিক কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন কোরিয়া অ্যাডভান্সড ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী ইসতিয়াক আকিব। কর্মশালায় অংশগ্রহণ করেছিল ভারতও। ন্যাশনাল ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ছাত্র আতিয়াব জোবায়েব বিজ্ঞানের প্রোজেক্ট নিয়ে বক্তব্য রেখেছেন। কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশের বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির স্বেচ্ছাসেবক নাফিসা আঞ্জুম। সেখানে বারংবার উচ্চারিত হয়েছে এই বাঙালি বিজ্ঞানীর নাম। তবে এটা ভুললে চলবে না যে বাংলাদেশে জন্ম হলেও, তাঁর কর্মক্ষেত্র কিন্ত ছিল এই কলকাতা।