আমাজনের সংকট আরও বাড়ছে

আমাজনের সংকট আরও বাড়ছে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১১ মার্চ, ২০২২

আমাজনের সংকট আরও বাড়ছে। ব্রিটেনের এক্সস্টার বিশ্ববিদ্যালয় এবং গ্লোবাল সিস্টেম ইনস্টিটিউটের গবেষকরা সম্প্রতি যৌথভাবে আমাজনের স্বাস্থ্য এবং জলবায়ুর ওপর গবেষণা চালিয়ে ছিলেন। তাতে জানা গিয়েছে এই শতকের শেষে আমাজন সম্পূর্ণভাবে পরিণত হোয়ে যেতে পারে সাভানা মরুভূমিতে! মূলত স্যাটেলাইটের সহায়তায় আমাজনের সবুজ জঙ্গলের ছবি তোলা হয়েছিল। তাতে দেখা গিয়েছে ধারাবাহিকভাবে কমে যাচ্ছে আমাজনের সবুজ শামিয়ানা। কমে যাচ্ছে গাছের সংখ্যা। গবেষকরা জানিয়েছেন এর একমাত্র কারণ অরণ্য ধ্বংস নয়। বরং বিগত দু’দশক ধরে ভয়াবহ দাবানল এবং খরা আমাজনের ক্রমশ নিঃস্ব হওয়ার অন্যতম প্রধান কারণ। এর সঙ্গে যোগ হয়েছে অরণ্য ধ্বংস করে অবৈধ খাদান তৈরি করা এবং সেখান থেকে সিসা, ক্যাডমিয়াম ও পারদের মত পদার্থের বিষক্রিয়া আমাজনের সংকট আরও বাড়িয়ে দিচ্ছে। আমাজন সাভানায় পরিণত হলে বছরে প্রায় ৯০ বিলিয়ন টন কার্বন বর্জ্যের পরিমাণ বেড়ে যাবে পৃথিবীর বুকে। ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে বাস্তুতন্ত্রও।