আমেরিকায় শুরু উইন্ড এনার্জি টারবাইন 

আমেরিকায় শুরু উইন্ড এনার্জি টারবাইন 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ ফেব্রুয়ারী, ২০২২

নিউ জার্সি এবং নিউ ইয়র্কের সমুদ্রতটে উইন্ড এনার্জি টারবাইন (বায়ু শক্তি টারবাইন) বসানো হচ্ছে। তার জন্য কোম্পানিগুলো দরপত্র জমা দেওয়া শুরু করল। দরপত্রের আয়োজক আমেরিকার ওশ্যান এনার্জি ম্যানেজমেন্ট। বিশেষজ্ঞরা বলছেন এত উঁচু অঙ্কের বিডিং এর আগে দেশে কখনও হয়নি। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি অঙ্কের দরপত্র জমা পড়েছে ৩.২ বিলিয়ন ডলারের! উইন্ড টারবাইন বসানো সম্পূর্ণ হলে ২০ লক্ষ পরিবারকে বিদ্যুৎ সরবরাহ করবে এই হাওয়া চালিত শক্তি। নিউ ইয়র্ক ও নিউ জার্সি মিলিয়ে মোট ১০ লক্ষ একর জমিতে বসানো হবে উইন্ড টারবাইন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগেই জানিয়েছিলেন ২০৩০-এর মধ্যে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে ৩০ গিগাওয়াট হাওয়া-চালিত শক্তি উৎপাদন করা হবে। এখনও পর্যন্ত মার্কিন সরকার দেশের দুটো অফ-শোর উইন্ড প্রকল্প অনুমোদন করেছেন। একটি ম্যাসাচুসেটসের ভাইনইয়ার্ড উইন্ড প্রকল্প। অন্যটি নিউ ইয়র্কের লং আইল্যান্ডের সাউথ উইন্ড ফার্ম।