আরো ৬০টি উপগ্রহের গ্রুপ পৌঁছালো মহাকাশে

আরো ৬০টি উপগ্রহের গ্রুপ পৌঁছালো মহাকাশে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ ফেব্রুয়ারী, ২০২২

গত কয়েকদিন আগে সৌরঝড়ের কারণে স্পে এক্স এর ৪০ টি উপগ্রহ ধ্বংস হয়ে গেছিল। এরপর আবারও গতকাল ভোরে স্পেস এক্স ‘ফ্যালকার ৯’ রকেটে ৬০ টি গ্রুপ স্যাটেলাইট বা উপগ্রহ পাঠিয়েছে মহাকাশে। যে ৪০ টি স্যাটেলাইট ধ্বংস হয়েছে তাদেরই স্থানে এই ৬০ টি উপগ্রহের গ্রুপ কে প্রতিস্থাপিত করা হবে বলে জানিয়েছে ধনকুবের এলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক। তবে এই ৬০ টি উপগ্রহ পৃথিবীর কক্ষপথে এমন ভাবে ছাড়ার কথা ছিল যাতে পৃথিবীর তরঙ্গ ব্যবস্থা কে চক্রবুহ্যের মতো ঘিরে রাখতে পারে। তাতে স্যাটেলাইট ইন্টারনেট মাধ্যমের অভূতপূর্ব বিকাশ ঘটতো। কিন্তু সৌরঝড়ের কারণে পূর্বের ৪০ টি উপগ্রহ ধ্বংসের কারণে তাদের স্থানেই পুনর্স্থাপিত করতে হলো এই ৬০ টি উপগ্রহের গ্রুপকে।

উল্লেখ্য ‘ফ্যালকার’ রকেটটি রিইউজেবল রকেট। তাই স্পেস এক্স এর মহাকাশে উপগ্রহ পাঠানোর খরচও অনেক কম অন্যান্য মহাকাশযানের তুলনায়।