আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে লাগাম টানা অসম্ভব, সাবধান করছেন গবেষকরা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে লাগাম টানা অসম্ভব, সাবধান করছেন গবেষকরা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ সেপ্টেম্বর, ২০২২

মানুষের মৌরসিপাট্টা ভেঙে দিয়ে পৃথিবী দখল করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। এমন গুজব আর আশঙ্কা আজকের নয়। গত এক দশক ধরেই চলছে এই চর্চা। মানুষ কি নিয়ন্ত্রণে রাখতে পারবে যন্ত্রের অতিবুদ্ধিকে? বিজ্ঞানীরা এখন বলছেন, উত্তরটা না।

‘মানুষের কোনও ক্ষতি করবে না’ জাতীয় নির্দেশ আগে থেকে প্রোগ্রাম করা সম্ভব নয় যন্ত্রের মধ্যে। কারণ, ঠিক কোন কোন পরিস্থিতি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করতে পারে, তা এখনও বোঝা যায়নি পুরোটা। প্রোগ্রামারদের ক্ষমতার বাইরে গিয়ে যখন একটা মেশিন কাজ করছে, কীভাবে সীমারেখা ঠিক করা যাবে? ঝামেলাটা রোবটের ন্যায়নীতির মতো সহজও নয়। এমনই জানিয়েছেন গবেষকরা।

১৯৩৬ সালে বিজ্ঞানী অ্যাল্যান টুরিং ‘হল্টিং প্রবলেম’ নামের এক ধাঁধা প্রশ্ন রেখেছিলেন। একটা কম্পিউটার প্রোগ্রাম একটা নির্দিষ্ট সমাধান বা উত্তরে পৌঁছতে পারবে, এটা জানা মানুষের কম্ম নয়। নতুন গবেষক দল টুরিং-এর তত্ত্বকেই ব্যবহার করেছেন। এদিকে কৃত্রিম বুদ্ধিযন্ত্র পৃথিবীর তাবৎ জটিল সমস্ত কম্পিউটার প্রোগ্রামই মগজে জমা রাখতে পারে। যদি মানুষের ক্ষতি না করার প্রোগ্রাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে শেখানো যায়, তাহলেও যন্ত্র ঠিক কী উত্তর নিজে খুঁজে পাবে অথবা আদৌ পাবে কিনা, সেটা মানুষের জ্ঞানের এক্তিয়ারের বাইরে। এমনই মতামত ইয়াদ রেহমানের। উনি জার্মানিতে ম্যাক্স প্ল্যাঙ্ক ইন্সটিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্টের কম্পিউটার বিজ্ঞানী।

গবেষণাপত্রটা প্রকাশিত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ নামক পত্রিকায়।